শুভেন্দুর কথায়, ‘এই গাছে আম বেশি তাই বিক্ষোভ। যে গাছে আম আম বেশি থাকে সেই গাছে ইট বেশি পড়ে। এই গাছের আম মিষ্টি। বিজেপিই বাংলার ভবিষ্যৎ। সিপিএম বা তৃণমূলের কাছে কেউ যাচ্ছে না। সব বিজেপির কাছেই আসছে। তাই আপনাদের ভাবতে হবে না ওটা নিয়ে।’
advertisement
বলাবাহুল্য, পরপর দুদিন প্রথমে সল্টলেক কার্যালয় তারপর ছয় নম্বর মুরলিধর সেন লেনের অফিসে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে তুলকালাম কাণ্ড বেঁধে যায়। সাংগঠনিক পদে রদবদল এবং বিজেপি রাজ্য নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নজিরবিহীন বিক্ষোভ দেখা যায়।
আরও পড়ুন: পুজোর আগে মাইনে বাড়ছে মন্ত্রীদের! তবে বিশেষ অধিবেশনে এখনও মেলেনি ছাড়পত্র, ফের সংঘাতে রাজভবন?
বিজেপি অফিসের দরজা ভাঙা থেকে শুরু করে মারপিট, হাতাহাতি, কোনও কিছুই বাদ যায়নি। রাজ্য নেতৃত্বের তরফে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিক্ষোভকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।