TRENDING:

Suvendu Adhikari: ডিএ আন্দোলনের মঞ্চে দাঁড়িয়ে সরকারি কর্মীদের লাগাতার কর্মবিরতির পথে হাঁটার ডাক দিলেন শুভেন্দু অধিকারী

Last Updated:

Suvendu Adhikari:বকেয়া মহার্ঘ্য ভাতার দাবিতে হাজরা মোড়ে জনসভা মঞ্চে শুভেন্দু অধিকারী তোপ দাগেন রাজ্য সরকারের বিরুদ্ধে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : সরকারি কর্মচারীদের যৌথ সংগ্রামী মঞ্চের আন্দোলনকারীরা আজ অর্থা‍ৎ শনিবার দক্ষিণ কলকাতার হাজরা-কালীঘাট অঞ্চলে মহামিছিল করেন। মিছিল শেষে হাজরা মোড়ে জনসভার ডাক দেয় যৌথ সংগ্রামী মঞ্চ। বকেয়া মহার্ঘ্য ভাতার দাবিতে হাজরা মোড়ে জনসভা মঞ্চে শুভেন্দু অধিকারী তোপ দাগেন রাজ্য সরকারের বিরুদ্ধে। তিনি বলেন ‘‘ রাজ্য সরকারি কর্মচারীরা তো কম বেতন পাচ্ছেনই, মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কনস্টেবলরাও বেতন পাচ্ছেন। কনস্টেবলরা ১৫ হাজার টাকা কম পাচ্ছেন। এসআই-রা ১৭ হাজার এবং এসআই-রা ১৮ হাজার টাকা কম বেতন পাচ্ছেন।’’
শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী
advertisement

তাঁর কথায়, দিল্লিতেও দু’ দিন ধরে এই রাজ্যের সরকারি কর্মচারীরা প্রতিবাদ জানিয়েছেন। অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার এখনও নীরব। মঞ্চে দাঁড়িয়ে তিনি সোচ্চার হয়ে দাবি তোলেন ‘‘পশ্চিমবঙ্গের অত্যাচারী শাসককে আমাদের প্রাক্তন করতেই হবে।’’ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে একটি ভোটও না দেওয়ার দাবি তুলে তিনি বলেন ‘‘আমি একটি সমাধান দেব আপনাদের। তা হল, আগামী দিনে লাগাতার কর্মবিরতির মধ্যে যেতে হবে। একসঙ্গে আন্দোলন শুরু করুন, গণ আন্দোলন করুন। আমি আপনাদের আন্দোলনে প্রথম দিন থেকেই ছিলাম। আগামী দিনেও থাকব। আইনি লড়াইতে আমরা জিততে পারব, এই ভরসা আছে।’’

advertisement

আরও পড়ুন : তৃণমূলে ফিরতে কেঁদে ভাসিয়েছিলেন! সেই সোনালির ফের ভোলবদল, নিশানায় মমতা

পুলিশের অতি সক্রিয়তা নিয়ে এর আগেও প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিনও তাঁর বিরুদ্ধে ‘পুলিশি অতিসক্রিয়তা’ নিয়ে সরব হন তিনি। যত দিন না পর্যন্ত কেন্দ্রীয় হারে সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা দিচ্ছে রাজ্য সরকার, তত দিন পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর করার ডাক দেন তিনি। এর আগেও সরকারি কর্মচারীদের আন্দোলন মঞ্চে দেখা গেছে বিরোধী দলনেতাকে।

advertisement

আরও পড়ুন : রবীন্দ্রজয়ন্তীতেই রাজ্যে আসছেন শাহ, জানানো হল সফরসূচি… খতিয়ে দেখা হচ্ছে ব্যবস্থাপনা

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন শুভেন্দু। শনিবার সরকারি কর্মচারীদের আন্দোলন মঞ্চে হাজির হয়ে লাগাতার কর্মবিরতির পথে হাঁটার বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। বক্তব্য রাখার সময় তিনি এও বলেন, ‘‘সরকারি কর্মচারীরা আন্দোলন করতে গিয়ে তাদের একদিনের বেতন কাটা গিয়েছে। অন্য জায়গায় বদলি করা হয়েছে। এ সবে ভয় পাবেন না। আমি বলব, আপনাদের হাতে পেন আছে। আপনাদের দাবি আদায়ে সেই পেনের ঢাকনা ভাল করে বন্ধ করে লাগাতার কর্মবিরতিতে সামিল হোন।’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: ডিএ আন্দোলনের মঞ্চে দাঁড়িয়ে সরকারি কর্মীদের লাগাতার কর্মবিরতির পথে হাঁটার ডাক দিলেন শুভেন্দু অধিকারী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল