TRENDING:

Suvendu Adhikari: যাদবপুর কাণ্ডের আঁচ আজ বিধানসভায়! হুঁশিয়ারি শুভেন্দুর, 'অ্যাকশন টেকেন রিপোর্ট' কি পেশ করবেন শিক্ষামন্ত্রী?

Last Updated:

শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, যাদবপুরের ঘটনায় কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যদি মঙ্গলবার বিধানসভায় তুলে না ধরেন তাহলে বিজেপি বিধায়করা ছেড়ে কথা বলবেন না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: যাদবপুরের পড়ুয়ার রহস্যমৃত্যু ইস্যুতে আজ, মঙ্গলবার বিধানসভা উত্তাল হওয়ার সম্ভাবনা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, যাদবপুরের ঘটনায় কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যদি মঙ্গলবার বিধানসভায় তুলে না ধরেন তাহলে বিজেপি বিধায়করা ছেড়ে কথা বলবেন না।
যাদবপুর কাণ্ডের আঁচ আজ বিধানসভায়! হুঁশিয়ারি শুভেন্দুর, 'অ্যাকশন টেকেন রিপোর্ট' কি পেশ করবেন শিক্ষামন্ত্রী?
যাদবপুর কাণ্ডের আঁচ আজ বিধানসভায়! হুঁশিয়ারি শুভেন্দুর, 'অ্যাকশন টেকেন রিপোর্ট' কি পেশ করবেন শিক্ষামন্ত্রী?
advertisement

বিধানসভার বাদল অধিবেশনের দ্বিতীয় পর্যায়ের আজ দ্বিতীয় দিন। বিজেপি বিধায়করা যাদবপুর ইস্যুতে সরকার পক্ষকে আজ, মঙ্গলবার চেপে ধরার পরিকল্পনা নিয়েছেন। সব মিলিয়ে বলা যায় যাদবপুরের ঘটনার আঁচ এবার পড়তে চলেছে বিধানসভায়। বিধানসভায় শিক্ষামন্ত্রী যাদবপুর ইস্যুতে আজ কোনও অ্যাকশন টেকেন রিপোর্ট পেশ করেন কিনা সেটাই এখন দেখার। যদি সরকারপক্ষ এ ব্যাপারে কোন রিপোর্ট অধিবেশনে প্রকাশে না আনেন বিধানসভার বাদল অধিবেশনে যে সরকার পক্ষকে চেপে ধরবে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, তা আবারও স্পষ্ট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

advertisement

আরও পড়ুন– গাড়িশালে ছিল আড়াইশো গাড়ি, এমনকী ছিল ব্যক্তিগত বিমানও; এক সময়ের রাজাই আজ আইনের চোখে ফেরার!

কার্যত হুঁশিয়ারির সুরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উদ্দেশ্যে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু দাবি করলেন, ‘‘যাদবপুরের পড়ুয়ার রহস্যমৃত্যুতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা বিধানসভার অধিবেশনে জানাতে হবে ব্রাত্য বসুকে। না হলে আজ বিধানসভায় ‘স্বপ্নদীপ ডে’ হবে। আমি ব্রাত্য বসুকে বলছি আপনি ভাল করে পড়াশোনা করে আসুন। অ্যাকশন টেকেন রিপোর্ট পেশ করতে হবে। না হলে বিধানসভার অধিবেশন চালাতে দেব না।’’

advertisement

আরও পড়ুন-ফের জটে জেট এয়ারওয়েজ; টাকা পরিশোধ করতে আরও সময় চাইছে জেকেসি

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

যাদবপুরের পড়ুয়ার রহস্যমৃত্যুতে যখন তোলপাড়, তদন্ত প্রক্রিয়ায় ইতিমধ্যেই পুলিশের জালে বেশ কয়েকজন। একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ঠিক তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার ও পুলিশকে নিশানা করে ঘটনার আসল রহস্য উদঘাটনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কিম্বা এনআইএ-কে দিয়ে তদন্তের দাবি আগেই জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার এ ব্যাপারে কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছেন শুভেন্দু। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে সুর চড়িয়ে অ্যাকশন টেকেন রিপোর্ট পেশ করা নিয়ে বিধানসভা উত্তাল করার থে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা, তা কতটা বাস্তব রূপ পায়, তার উত্তর মিলবে কয়েক ঘন্টা পরেই। শুধুমাত্র বিধানসভাতেই নয়, বাইরেও পথে নেমে আন্দোলনের ঝাঁঝ আগামী দিনে যে আরও বাড়বে তা স্পষ্ট করেছে বঙ্গ পদ্ম শিবিরও।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: যাদবপুর কাণ্ডের আঁচ আজ বিধানসভায়! হুঁশিয়ারি শুভেন্দুর, 'অ্যাকশন টেকেন রিপোর্ট' কি পেশ করবেন শিক্ষামন্ত্রী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল