Jet Airways: ফের জটে জেট এয়ারওয়েজ; টাকা পরিশোধ করতে আরও সময় চাইছে জেকেসি

Last Updated:

১৯ অগাস্ট প্রায় ৩৫০ কোটি টাকা পরিশোধ করতে ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল (এনসিএলএটি)-র থেকে আরও সময় চেয়ে নিল জালান কালরক কনসোর্টিয়াম (জেকেসি)।

ফের জটে জেট এয়ারওয়েজ; টাকা পরিশোধ করতে আরও সময় চাইছে জেকেসি
ফের জটে জেট এয়ারওয়েজ; টাকা পরিশোধ করতে আরও সময় চাইছে জেকেসি
মুম্বই: আকাশে ডানা মেলতে দেরি হতে পারে জেট এয়ারওয়েজের। কারণ গত ১৯ অগাস্ট প্রায় ৩৫০ কোটি টাকা পরিশোধ করতে ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল (এনসিএলএটি)-র থেকে আরও সময় চেয়ে নিল জালান কালরক কনসোর্টিয়াম (জেকেসি)। এই পরিমাণ অর্থ কমিটি অফ ক্রেডিটরস বা সিওসি দাবি করেছিল।
এই মর্মে আবেদন করে জেকেসি-র পক্ষ থেকে জানানো হয়েছে যে, সিওসি ওই ৩৫০ কোটি টাকা আগামী ৩১ অগাস্টের মধ্যে পরিশোধ করার নির্দেশ দিয়েছিল। কিন্তু এই বিশাল পরিমাণ অর্থ পরিশোধের জন্য তাদের হাতে আরও কিছুটা সময়ের প্রয়োজন। আর মামলার শুনানির দিন হিসেবে ধার্য করা হয়েছে ২১ অগাস্ট।
advertisement
advertisement
গত ১৯ অগাস্ট শুনানির সময় প্রবীণ আইনজীবী রবিশঙ্কর প্রসাদ জেকের পক্ষে সওয়াল করেন। তিনি বলেন, আগামী ৩১ অগাস্টের মধ্যে জেকেসি ১০০ কোটি টাকা পরিশোধ করতে পারবে। আর বাকি ১০০ কোটি পরিশোধ করবে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যেই। জেকেসি-র মতে, সিওসি-র পক্ষে একটি ব্যাঙ্ক গ্যারান্টি রয়েছে, যা যা মোট ৩৫০ কোটি টাকার চাহিদা পূরণ করতে পারে। শুধু তা-ই নয়, বিমান সংস্থার মালিকানা যতটা সম্ভব নিশ্চিত করার জন্য সিওসি-র কাছে দাবি জানিয়েছে জেকেসি। তাদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, জেট এয়ারওয়েজের কার্যক্রম পুনরায় চালু করতে অঙ্গীকারবদ্ধ তারা।
advertisement
অন্য দিকে সিওসি-র হয়ে সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল এন ভেঙ্কটরমন। তাঁর বক্তব্য, ৩৫০ কোটি টাকা পরিশোধ তো ইক্যুইটি শেয়ার হস্তান্তর করার প্রথম ধাপ মাত্র। তিনি আদালতে জানিয়েছেন যে, ইক্যুইটি শেয়ার হস্তান্তরের আগে জেকেসি-কে আরও অনেক কাজ করতে হবে। ভেঙ্কটরমনের মতে, রেজোলিউশন প্ল্যান বাস্তবায়নের জন্যই ১৫০ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি কার্যকর করা হয়েছিল। তবে সিওসি জেকেসি-কে যে ৩৫০ কোটি টাকা পরিশোধ করার নির্দেশ দিয়েছিল, তার একটি অংশ হিসেবে এই পরিমাণ অর্থকে বোঝানো যায় না।
advertisement
এদিকে আবার জেট এয়ারওয়েজের কর্মীরা ট্রাইব্যুনালের কাছে জানিয়েছেন যে, জেকেসি এখনও তাঁদের পাওনা-গণ্ডা মেটাতে পারেনি। এই পরিস্থিতিতে জেকেসি-র আবেদনের বিষয়ে কী সিদ্ধান্ত হচ্ছে, সেটা পরবর্তী শুনানিতেই পরিষ্কার হয়ে যেতে পারে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Jet Airways: ফের জটে জেট এয়ারওয়েজ; টাকা পরিশোধ করতে আরও সময় চাইছে জেকেসি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement