এই ৫ আচরণই চিনিয়ে দেবে অহঙ্কারীদের; সময় থাকতেই দূরত্ব বজায় রাখা আবশ্যক!
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
How to Identify arrogant People: কিন্তু অহঙ্কারী আসলে কারা? এক বাক্যে বলতে গেলে অতিরিক্ত আত্মবিশ্বাসীরাই সাধারণত অহঙ্কারী হন। তবে অহঙ্কারীদের চেনার আরও কিছু উপায় রয়েছে।
অহঙ্কার পতনের মূল - এই কথা শুনে আমরা প্রায় সকলেই বেড়ে উঠেছি। কিন্তু মুশকিল হল, এটা আর মেনে চলতে পারেন ক’জন! ফলে জীবনের কোনও না কোনও পর্যায়ে এমন অহঙ্কারী মানুষের সঙ্গে আলাপ হবেই হবে। এই অহঙ্কারী মানুষ কিন্তু বন্ধুবৃত্ত কিংবা আত্মীয়-পরিজনদের মধ্যেও থাকতে পারে। তবে এই ধরনের মানুষদের থেকে দূরত্ব বজায় রাখা আবশ্যক।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সহানুভূতির অভাব: অহঙ্কারী মানুষদের মধ্যে সহানুভূতিশীলতার অভাবও চোখে পড়ে। নিজের বক্তব্য সব সময় প্রমাণ করার জন্য মুখিয়ে থাকেন এঁরা। সেই সঙ্গে নিজেদের বলা কথা কিংবা নিজেদের করা কাজকেই অগ্রাধিকার দেন অহঙ্কারীরা। তবে তাঁদের কথায় উল্টো দিকের ব্যক্তিটি কেমন অনুভব করছেন, সেই বিষয়ে অবশ্য তাঁদের মাথাব্যথা থাকে না।
advertisement