TRENDING:

Suvendu Adhikari: গল্ফগ্রিন কাণ্ড; পুলিশের মারে মৃত্যুর অভিযোগ, মৃতের পরিবারের সঙ্গে দেখা করে সিবিআই তদন্তের দাবি শুভেন্দু অধিকারীর

Last Updated:

প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবো। বললেন বিরোধী দলনেতা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর  লাহিড়ী , কলকাতা-  দীপঙ্কর সাহার অস্বাভাবিক মৃত্যু মামলায় সিবিআই তদন্ত দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার রাতে মৃত যুবকের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী।
গল্ফগ্রিন কাণ্ড; পুলিশের মারে মৃত্যুর অভিযোগ, মৃতের পরিবারের সঙ্গে দেখা করে সিবিআই তদন্তের দাবি শুভেন্দু অধিকারীর
গল্ফগ্রিন কাণ্ড; পুলিশের মারে মৃত্যুর অভিযোগ, মৃতের পরিবারের সঙ্গে দেখা করে সিবিআই তদন্তের দাবি শুভেন্দু অধিকারীর
advertisement

পুলিশের বিরুদ্ধে নৃশংস বর্বরোচিত অত্যাচারের অভিযোগের সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, ‘‘দীপঙ্কর সাহার বাড়িতে ওনার পরিবারের কোনওরকম আইনি কাগজ ছাড়া শুধুমাত্র সক্রিয় বিজেপি পরিবারের সদস্য হওয়ার কারণে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পুলিশ দীপঙ্করকে খুন করেছে। পশ্চিমবঙ্গে শাসকের  আইন বলবৎ করতে পুলিশ প্রশাসনকে ব্যবহার করছে রাজ্যের শাসকদল। দীপঙ্করের পরিবারের সঙ্গে আমরা বিজেপির পক্ষ থেকে আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবি করছি। অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি না পাওয়া পর্যন্ত বিজেপির আন্দোলন চলবে।’’

advertisement

আরও পড়ুন- প্রেসিডেন্সি জেলের অন্দরে এবার সিসি ক্যামেরার নজরে পার্থ চট্টোপাধ্যায়

প্রসঙ্গত, দক্ষিণ কলকাতায় গল্ফ গ্রিন থানা এলাকার আজাদগড়ে। গত ৩১ জুলাই দুপুর সাড়ে ১২টা নাগাদ দীপঙ্কর সাহা নামে এক যুবককে গল্ফ গ্রিন থানার কনস্টেবল তৈমুর আলি এবং সিভিক ভলেন্টিয়ার আফতাব ডেকে নিয়ে যায়। সেই সময় দীপঙ্কর এবং দীপঙ্করের মা ডাকার কারণ জিজ্ঞাসা করলে ওই পুলিশকর্মীরা কিছু না জানিয়ে তাঁকে নিয়ে চলে যায়। দীপঙ্করের পরিবারের অভিযোগ, দুপুর বেলা ডেকে নিয়ে যাওয়ার পর পুলিশ থানায় না নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় ঘুরিয়েছে তাঁকে। অবশেষে সাব-ইন্সপেক্টর তামাং, তৈমুর এবং আফতাব এই  তিনজন অমানুষিক মারধর করে দীপঙ্করকে, তার ফলেই মৃত্যু হয় । এমনটাই অভিযোগ পরিবারের।

advertisement

আরও পড়ুন-বয়ফ্রেন্ড অফ দ্য ইয়ার ! ডেটে গিয়ে বেছে দিলেন গার্লফ্রেন্ডের মাথার উকুন! ভিডিও ভাইরাল

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

দীপঙ্করকে তাঁর দাদা রাজীব এবং মা মিলে প্রথমে বাঙ্গুর হাসপাতাল, তারপর শিশুমঙ্গল হাসপাতালে নিয়ে যায়। সেখানে ইমারজেন্সিতে দেখিয়ে ওষুধ নিয়ে চলে আসে। অসুস্থতা আরও বাড়তে থাকে দীপঙ্করের। ৪ অগাস্ট আরও অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যায় বাড়ির লোক। সেখানেই মৃত্যু হয় দীপঙ্করের।  দীপঙ্করের মা প্রতিমা সাহা কলকাতার পুলিশ কমিশনার এবং গল্ফগ্রিন থানার ওসির কাছে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ পেয়ে সাব ইন্সপেক্টর তামাং ও কনস্টেবল তৈমুর আলীকে ক্লোজ করেছে। সিভিক ভলেন্টিয়ার আফতাবকে বসিয়ে দেওয়া হয়েছে। তবে মারধরের কথা অস্বীকার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুলিশের তরফে জানানো হয়েছে, দীপঙ্করকে কিছুক্ষণের জন্য থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। তারপর তাকে ছেড়ে দেওয়া হয়। তাকে কোনও ভাবেই মারধর করেনি পুলিশ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: গল্ফগ্রিন কাণ্ড; পুলিশের মারে মৃত্যুর অভিযোগ, মৃতের পরিবারের সঙ্গে দেখা করে সিবিআই তদন্তের দাবি শুভেন্দু অধিকারীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল