আরও পড়ুন-আসলের নামে বিক্রি হচ্ছিল নকল ব্যাগ ! বর্ধমানে অভিযান পুলিশের দুর্নীতি দমন শাখার
পদযাত্রা শেষে সৌরনীলের ছবিতে পুষ্প-সহ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শুভেন্দু। সেই মঞ্চ থেকেই সোমবার রাতে রাজ্য সরকার এবং কলকাতা পুলিশকে নিশানা করেন শুভেন্দু অধিকারী। আবেগরুদ্ধ কন্ঠে বলেন, ‘‘আমরা সৌরনীলের আত্মার শান্তিকামনা করলাম। তার পরিবারের প্রতি সমবেদনা জানালাম। তার জন্য প্রার্থনা করলাম ঈশ্বরের কাছে তার আত্মা যেন অমরত্ব পায়।’’ পাশাপাশি সৌরনীলের মায়ের সঙ্গেও তাঁর ফোনে কথা হয়েছে বলে জানিয়ে সরকার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন শুভেন্দু। দলীয় নেতৃত্বের মাধ্যমে এই মুহূর্তে দমদমে থাকা সৌরনীলের মায়ের কাছে এদিনই শুভেন্দু অধিকারী পৌঁছে দেন আর্থিক সাহায্যও।
advertisement
জন্মদিনের কয়েক দিন আগেই বেহালায় এক মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিয়েছে সৌরনীলের প্রাণ। এই ঘটনার পর স্থানীয়দের রোষ আছড়ে পড়েছিল পুলিশের ওপর। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন নিহত ছোট্ট পড়ুয়ার স্কুলের প্রধান শিক্ষকও। প্রতিবাদের ঝড় উঠেছিল বিভিন্ন মহলে। একটি লরি পিষে দেয় ছোট্ট সৌরনীলকে। সেই ঘটনায় কান্না যেন কিছুতেই থামছে না বেহালার। পুলিশ কমিশনারের পাশাপাশি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকেও একহাত নিয়ে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘উনি তো বলেই দিয়েছেন বড় লোকদের ছেলে মেয়েদের স্কুলে পুলিশ থাকবে আর সাইকেল নিয়ে যাওয়া মধ্যবিত্ত ও গরিব পড়ুয়াদের স্কুলে পুলিশ দেওয়া সম্ভব নয়।’’