TRENDING:

Suvendu Adhikari: 'সৌরনীলের মৃত্যুর জন্য গলায় গামছা দিয়ে ক্ষমা চাওয়া উচিত পুলিশ ও সরকারের...’: শুভেন্দু অধিকারী

Last Updated:

সোমবার বেহালার দুর্ঘটনাস্থল চৌরাস্তা থেকে ঠাকুরপুকুর পর্যন্ত দলীয় কর্মী সমর্থক ও স্থানীয় নাগরিকদের সঙ্গে নিয়ে মৌন ও প্রতিবাদ মিছিল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গলায় সৌরনীলের ছবি ও হাতে মোমবাতি নিয়ে দীর্ঘ পদযাত্রায় অংশ নেন শুভেন্দু অধিকারী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: বেহালায় দুর্ঘটনার শিকার হওয়া ছোট্ট সৌরনীলের মৃত্যুর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার এবং তাঁর পুলিশকেই কাঠগড়ায় দাঁড় করালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর কথায়, ‘‘পুলিশ ও সরকারের যদি সামান্য লজ্জা থাকে তাহলে গলায় গামছা দিয়ে ক্ষমা চাইবেন। মুখ্যমন্ত্রীর নিজের উচিত নবান্ন থেকে অনলাইনে সবার সামনে সৌরনীলের মৃত্যুর জন্য ক্ষমা চাওয়া ৷’’ সোমবার বেহালার দুর্ঘটনাস্থল চৌরাস্তা থেকে ঠাকুরপুকুর পর্যন্ত দলীয় কর্মী সমর্থক ও স্থানীয় নাগরিকদের সঙ্গে নিয়ে মৌন ও প্রতিবাদ মিছিল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গলায় সৌরনীলের ছবি ও হাতে মোমবাতি নিয়ে দীর্ঘ পদযাত্রায় অংশ নেন শুভেন্দু অধিকারী।
মোমবাতি মিছিল শেষে বিরোধী দলনেতা বললেন,'সৌরনীলের মৃত্যুর জন্য গলায় গামছা-সহ মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত ৷’
মোমবাতি মিছিল শেষে বিরোধী দলনেতা বললেন,'সৌরনীলের মৃত্যুর জন্য গলায় গামছা-সহ মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত ৷’
advertisement

আরও পড়ুন-আসলের নামে বিক্রি হচ্ছিল নকল ব্যাগ ! বর্ধমানে অভিযান পুলিশের দুর্নীতি দমন শাখার

পদযাত্রা শেষে সৌরনীলের ছবিতে পুষ্প-সহ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শুভেন্দু। সেই মঞ্চ থেকেই সোমবার রাতে রাজ্য সরকার এবং কলকাতা পুলিশকে নিশানা করেন শুভেন্দু অধিকারী। আবেগরুদ্ধ কন্ঠে বলেন, ‘‘আমরা সৌরনীলের আত্মার শান্তিকামনা করলাম। তার পরিবারের প্রতি সমবেদনা জানালাম। তার জন্য প্রার্থনা করলাম ঈশ্বরের কাছে তার আত্মা যেন অমরত্ব পায়।’’  পাশাপাশি সৌরনীলের মায়ের সঙ্গেও তাঁর ফোনে কথা হয়েছে বলে জানিয়ে সরকার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন শুভেন্দু। দলীয় নেতৃত্বের মাধ্যমে এই মুহূর্তে দমদমে থাকা সৌরনীলের মায়ের কাছে এদিনই শুভেন্দু অধিকারী পৌঁছে দেন আর্থিক সাহায্যও।

advertisement

আরও পড়ুন- কাঁটাতার কিংবা ভিসা-জট কোনও বাধাই নয়; ভিডিও কনফারেন্সিংয়েই পাক কনের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন রাজস্থানের যুবক!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জন্মদিনের কয়েক দিন আগেই বেহালায় এক মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিয়েছে সৌরনীলের প্রাণ। এই ঘটনার পর স্থানীয়দের রোষ আছড়ে পড়েছিল পুলিশের ওপর। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন নিহত ছোট্ট পড়ুয়ার স্কুলের প্রধান শিক্ষকও। প্রতিবাদের ঝড় উঠেছিল বিভিন্ন মহলে। একটি লরি পিষে দেয় ছোট্ট সৌরনীলকে। সেই ঘটনায় কান্না যেন কিছুতেই থামছে না বেহালার। পুলিশ কমিশনারের পাশাপাশি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকেও একহাত নিয়ে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘উনি তো বলেই দিয়েছেন বড় লোকদের ছেলে মেয়েদের স্কুলে পুলিশ থাকবে আর সাইকেল নিয়ে যাওয়া মধ্যবিত্ত ও গরিব পড়ুয়াদের স্কুলে পুলিশ দেওয়া সম্ভব নয়।’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: 'সৌরনীলের মৃত্যুর জন্য গলায় গামছা দিয়ে ক্ষমা চাওয়া উচিত পুলিশ ও সরকারের...’: শুভেন্দু অধিকারী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল