এই দিন শুভেন্দু অধিকারী বাগদার বিধায়ক তথা তৃণমূলের বনগাঁ সংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাসকে আক্রমণ করে বলেন, বিধানসভায় গিয়ে বিজেপির বিধায়ক, তাঁকেই বনগাঁ জেলা সভাপতি করেছে তৃণমূল। এ এক আজব পার্টি, চিড়িয়াখানাতেও এমন সার্কাস দেখা যায় না, পিসি সরকারের জাদুও হার মানবে এই দলের কাছে। বিশ্বজিৎকে কার্যত হুশিয়ারির সুরে বিরোধী দলনেতা বলেন, বাগদায় উপনির্বাচন হবে, ২০২৪ এ একসঙ্গেই ভোট হবে।
advertisement
আরও পড়ুন : গরুপাচার কাণ্ডে এবার অনুব্রতর দিদি শিবানী ঘোষের বাড়িতে সিবিআই তল্লাশি! নজরে কেষ্টর ভাগ্নে
দুর্নীতি ইস্যুতে বাগদার 'রঞ্জন' প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী এদিন বলেন, "বাগদায় টাকা ছাপানোর মেশিন আছে।" তিনি আরও বলেন, "নভেম্বরে বেআইনি নিয়োগে হাজার হাজার মানুষের চাকরি যাবে, তারা কলকাতায় গিয়ে টাকা ফেরত চাইবে। আপনারা মজা দেখবেন।"
অনিরুদ্ধ কির্তনীয়া