গরুপাচার কাণ্ডে এবার অনুব্রতর দিদি শিবানী ঘোষের বাড়িতে সিবিআই তল্লাশি! নজরে কেষ্টর ভাগ্নে

Last Updated:

Cow Smuggling Case: মঙ্গলবার শান্তিনিকেতনের পূর্বপল্লী গেস্ট হাউসে পৌঁছন সিবিআই-এর দুই প্রতিনিধি। সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে গরুপাচার মামলার তদন্তের জন্যই তারা পূর্বপল্লী গেস্ট হাউসে এসেছেন।

অনুব্রতর দিদি শিবানী ঘোষের বাড়িতে সিবিআই
অনুব্রতর দিদি শিবানী ঘোষের বাড়িতে সিবিআই
#বোলপুর : অনুব্রত মণ্ডলের দিদি শিবানী ঘোষের বাড়িতে আজ চড়াও হন সিবিআই আধিকারিকরা। সঙ্গে ছিলেন বোলপুর স্টেট ব্যাঙ্কের এক মহিলা আধিকারিক। মূলত এই শিবানী ঘোষ অনুব্রত মণ্ডলের ভাগ্নে রাজা ঘোষের মা। পাশাপাশি শিব শম্ভু-এর রাইস মিল-এর মালিক এই শিবানী ঘোষ। তার বাড়িতেই এবার সিবিআই তল্লাশি।
মঙ্গলবার শান্তিনিকেতনের পূর্বপল্লী গেস্ট হাউসে পৌঁছন সিবিআই-এর দুই প্রতিনিধি। সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে গরুপাচার মামলার তদন্তের জন্যই তারা পূর্বপল্লী গেস্ট হাউসে এসেছেন। পাশাপাশি আজ বেশ কিছু ব্যাঙ্ক আধিকারিক এবং অনুব্রত ঘনিষ্ঠ বেশ কিছু ব্যবসায়ীদের এবং তৃণমূল নেতাকে তলব করা হয়েছে। তারা পূর্বপল্লী অস্থায়ী সিবিআই ক্যাম্প অফিসে এসে হাজিরা দিতে পারেন।
advertisement
advertisement
সিবিআই পূর্বপল্লী ক্যাম্প অফিসে এরপরে পৌঁছন নানুরের তৃণমূল নেতা তথা পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল করিম খান। এই করিম খানের বাড়িতেও গরু পাচার মামলায় আগে তল্লাশি চালিয়েছিল সিবিআই, এরপরেই আজ হাজিরা দিতে পৌঁছন আব্দুল করিম খান।
advertisement
সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে তাকে আজ ডেকে বেশ কিছু নথি আনতে বলা হয়েছিল সেই সমস্ত নথি না নিয়ে আসায় তিনি আজ কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যান কাম্প অফিস থেকে। আগামী দিনে আবারও তাকে আসতে বলা হয়েছে। মূলত তাঁর ব্যাঙ্ক নথি আনতে বলা হয়েছিল তাকে।
ইন্দ্রজিৎ রুজ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গরুপাচার কাণ্ডে এবার অনুব্রতর দিদি শিবানী ঘোষের বাড়িতে সিবিআই তল্লাশি! নজরে কেষ্টর ভাগ্নে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement