NDA আমলে মোদি সরকার মনরেগা ও প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করেছে বলে নিজের X হ্যান্ডেলে জানালেন শুভেন্দু অধিকারী। UPA আমলে পশ্চিমবঙ্গ সরকারকে ১০০ দিনের কাজের জন্য ১৪,৯৮৫ কোটি টাকা দেওয়া হয়েছিল। মোদি সরকারের আমলে এখনও পর্যন্ত ৫৪,১৫০ কোটি টাকা বাংলাকে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: একবার ঘুরতেই দিন কাবার, কলকাতায় তৈরি শুরু ‘বৃহত্তম’ শপিং মলের! কোথায় হচ্ছে জানেন?
এছাড়া প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় যেখানে ইউপিএ আমলে বাংলাকে ৫,৪৩১ কোটি টাকা দেওয়া হয়েছিল, সেখানে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ১১,০৫১ কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারকে অর্থ বরাদ্দ করেছে বলে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো পরিসংখ্যান দিয়ে তুলে ধরলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন: পুজোর আগেই ভেসে যাওয়ার আশঙ্কা ‘এই’ জেলাগুলির! ছাড়া হচ্ছে জল, প্রবল বিপদ
দিল্লিতে এদিন তৃণমূলের প্রতিবাদ কর্মসূচিকেও কটাক্ষ করে শুভেন্দু আগেই বলেছিলেন, ”যন্তরমন্তরে সারাদিন লাফান এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং, আমরা সবাই কোলা ব্যাঙ যা খুশি তাই করুন। যন্তরমন্তরের ওখানে বিনীত গোয়েল, মনোজ মালোব্য, প্রবীণ ত্রিপাঠি নেই, ওখানে দিল্লি পুলিশ আছে তাই বুঝে শুনে করুন।”