একগুচ্ছ নথি তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারীর দাবি, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচিতে একদিনে ২ হাজার ২৪৫ জন পুলিশকর্মী তাঁর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। যা প্রধানমন্ত্রী সহ বিশ্বের যে কোনও রাষ্ট্র প্রধানের নিরাপত্তা ব্যবস্থাকে হার মানাবে।’’ সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ একটি পোস্টে অভিষেকের নাম না করে কটাক্ষ ও নিশানা করে শুভেন্দু এ-ও লিখেছেন, ‘‘ভারতের প্রধানমন্ত্রীর জন্য দেশের সর্বোচ্চ নিরাপত্তা বলয়ের ব্যবস্থা রয়েছে, যা স্পেশাল প্রোটেকশন গ্রুপ (SPG) প্রদান করে থাকে।’’
advertisement
আরও পড়ুন: নন্দীগ্রাম নিয়ে বড় ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! বৃহস্পতিবার নবজোয়ারে ‘মেগা ডে’
শুভেন্দুর প্রশ্ন, ‘‘শুধুমাত্র একজনকে নিরাপত্তা দেওয়ার জন্য একদিনে ২ হাজার ২৪৫ জন পুলিশ কর্মীকে মোতায়েন করা হয়েছে। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা এমনিতেই তলানিতে, গত এক মাসেই আইনশৃঙ্খলার চরম অবণতির কারণে নারী শিশু সহ প্রচুর মানুষ বোমা বিস্ফোরণে ঝলসে মারা গেছেন, আহতও হয়েছেন বহু, রাজনৈতিক হত্যা সহ অগণিত হত্যা হয়েছে, প্রতিনিয়ত নারীদের সম্ভ্রম লুণ্ঠিত হচ্ছে। একজন মানুষ রাজনৈতিক ভ্রমণে বেরিয়েছেন আর থানা সব ফাঁকা করে পুলিশ রাস্তা পাহারা দিচ্ছে। এদিকে রাজ্যের মানুষের নিরাপত্তা নিয়ে রাজ্য প্রশাসনের কোনও হেলদোল নেই, তাদের অগ্রাধিকার কেবলমাত্র একজনের নিরাপত্তা নিশ্চিত করা। আর পশ্চিমবঙ্গের মানুষ অসহায়, প্রার্থনা করছেন যাতে কোনও অঘটন তাঁদের সঙ্গে না ঘটে।’’
অন্যদিকে, আজ, বৃহস্পতিবারই পায়ে হেঁটে নন্দীগ্রাম পৌঁছচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এদিন চণ্ডীপুর থেকে ২০ কিমি পদযাত্রা করে নন্দীগ্রামে পৌঁছবেন অভিষেক। দেখা করবেন নন্দীগ্রাম আন্দোলনের শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে৷
রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় মৃত্যুর অভিযোগ উঠেছে শেখ ইসরাফিল নামের এক ব্যক্তি৷ এদিন ইসরাফিলের পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করবেন তিনি৷
ভেঙ্কটেশ্বর লাহিড়ী