TRENDING:

‘৪ বছরে রাজ্যে RSS সংগঠন বেড়েছে ১১ গুণ’, মন্তব্য সূর্যকান্ত মিশ্রের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্টের ভরাডুবির কারণ হিসেবে সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রের মুখে শোনা গেল বিস্ফোরক মন্তব্য ৷ শাসকদল তৃণমূলের কারণেই রাজ্য বাড়ছে গেরুয়া প্রভাব ৷ ধীরে ধীরে বাংলায় ডালপালা মেলছে বিজেপি ৷
advertisement

সূর্যকান্তের মতে, রাজ্যের এখন অন্ধকার সময় ৷ একদিকে তৃণমূল সরকারের অরাজকতা, আর অন্যদিকে, এই তৃণমূল বিরোধী মনোভাবের সুযোগেই রাজ্যে বাড়ছে গেরুয়া বাহিনী ৷ প্রবীণ এই সিপিএম নেতা বলেন, গত চার বছরে বাংলায় RSS সংগঠন বেড়েছে প্রায় ১১ গুণ ৷ এই বিজেপি-তৃণমূল জোড়া ফাঁসে ঘোর বিপদে রাজ্য, যা আগে কখনই ছিল না ৷

advertisement

আরও পড়ুন 

শিক্ষক নিয়োগ বন্ধের দাবিতে আরও একটি মামলা আদালতে, তবে কি বন্ধ হয়ে যাবে নিয়োগ প্রক্রিয়া?

অন্যদিকে, আগামী ১৬ তারিখ পশ্চিম মেদিনীপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় কালো পতাকা প্রদর্শন করবে সিপিএম বলে জানালেন সূর্যকান্ত মিশ্র ৷ একইসঙ্গে ওইদিন একাধিক বিক্ষোভ কর্মসূচি রয়েছে সিপিআইএম-এর ৷ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রবল ক্ষোভ উগরে সূর্যকান্ত বলেন, ‘তিনি এখন কিষাণ বন্ধু সাজার চেষ্টা করছেন ৷ এদিকে কৃষকেরা ফসলের দাম পাচ্ছে না ৷ চাষের ক্ষতি বেড়েছে ৷ ঋণের বোঝা ক্রমাগত বাড়ছে ৷ গোটা দেশ জুড়ে কোনও কর্মসংস্থান হচ্ছে না ৷ বেকারত্ব বাড়ছে ৷ বিদেশ থেকে কালো টাকা আনা দূর উনিই বিদেশে ঘুরছেন ৷ এই নীতি লুটের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক কর্মসূচি রয়েছে ৷’ একইসঙ্গে অন্যান্য রাজনৈতিক দলকেও তিনি বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার আহবান জানিয়েছেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
‘৪ বছরে রাজ্যে RSS সংগঠন বেড়েছে ১১ গুণ’, মন্তব্য সূর্যকান্ত মিশ্রের