সুপ্রিম কোর্টের পূর্বতন রায়ের প্রেক্ষিতে আদালতে মডিফিকেশন প্রেয়ার জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন৷ সেই আর্জিতে সাড়া দিয়েই এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খন্না জানিয়েছেন, ‘অযোগ্য’ বলে চিহ্নিত নন, এমন শিক্ষক-শিক্ষিকারা আপাতত চালিয়ে যেতে পারবেন তাঁদের কাজ৷ কিন্তু, শর্তসাপেক্ষে৷ কী সেই শর্ত?
সুপ্রিম কোর্ট জানিয়েছে, দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে৷ এদিন কমিশনের আইনজীবীর কাছে নিয়োগ বিজ্ঞপ্তি জারির দিনও জানতে চান প্রধান বিচারপতি৷ জানিয়ে দেন, আগামী ৩১ মে নিয়োগের বিজ্ঞেপ্তি জারি করতে হবে কমিশনকে, ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া৷
advertisement
এখন, এই ৩১ ডিসেম্বর পর্যন্ত যতদিন না নতুন নিয়োগ সম্পূর্ণ হয় ততদিন চিহ্নিত ‘অযোগ্য’ নন, এমন শিক্ষকশিক্ষিকারা তাঁদের নিজ নিজ স্কুলে শিক্ষকতার কাজ চালিয়ে যেতে পারবেন৷ সেই কারণে, চাকরি বহাল থাকছে এমনটা সরাসরি বলা না গেলেও তাঁরা আপাতত চাকরি করতে পারবেন, একথা বলাই যায়৷
প্রধান বিচারপতি এদিন শুনানি চলাকালীন বলেন, ‘‘আমরা বোর্ডের আবেদন গ্রহণ করছি শর্তসাপেক্ষে। শুধুমাত্র ৯-১০, ১১-১২ শিক্ষক শিক্ষিকাদের জন্য। ৩১ মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে। ৩১ ডিসেম্বর ২০২৫শের মধ্যে সমস্ত প্রক্রিয়া শেষ করতে হবে। রাজ্য, এসএসসি, বোর্ড ৩১ মের মধ্যে এফিটডেভিট দেবে এবং জানাবে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে। নচেৎ আদালত পরবর্তী পদক্ষেপ নেবে৷’’
তবে, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি দের ক্ষেত্রে আবেদন গ্রহণ করেনি সুপ্রিম কোর্ট। কারণ, হিসাবে জানানো হয়েছে এই গ্রুপে ‘অযোগ্য’দের সংখ্যা তুলনামূলক ভাবে বেশি৷ সেই কারণে আবেদন গৃহীত হল না৷