নয়াদিল্লি: জেলবন্দিদের ভোটাধিকার জনস্বার্থ মামলায় সংযুক্ত সব পক্ষকে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকার এবং ভারতের নির্বাচন কমিশনকে নোটিস জারির নির্দেশ সুপ্রিম কোর্টের। নির্দেশ প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চের।
দেশজুড়ে বিচারাধীন এবং বিচারপূর্ব বন্দীদের ভোটাধিকার নিয়ে জনস্বার্থ মামলা হয়। সুনীতা শর্মার দায়ের করা জনস্বার্থ মামলায় নোটিস জারি শীর্ষ আদালতের। আবেদনকারীর পক্ষে আইনজীবী প্রশান্ত ভূষণ সওয়ালে জানান, দেশের সংশোধনাগারে বন্দী সংখ্যা ৪.৫ লক্ষেরও বেশি। বিচারাধীন, অথবা চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত না হওয়া বন্দী তারা।
advertisement
দুর্নীতি বা নির্বাচনী কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত অপরাধের জন্য জেলবন্দিদের বাদ দিয়ে বিষয়টি বিবেচনায় আনুক আদালত। আবেদনকারীর আরও যুক্তি, ভারতের ভোটদানের ক্ষেত্রে বন্দিদের ভোটদান থেকে সম্পূর্ণ বিরত রাখা বিশ্বব্যাপী গণতান্ত্রিক ব্যবস্থার সম্পূর্ণ বিপরীত।
আবেদনে বলা হয়েছে, নির্দিষ্ট অপরাধের জন্য চূড়ান্ত দোষী সাব্যস্ত হওয়ার পরে। ভারতের বিচারাধীন এবং বিচারপূর্ব বন্দিদের ভোটদানের অধিকার আছে। ভারতের সংশোধনাগারের প্রায় ৭৫% বন্দি বিচারাধীন।