TRENDING:

Sukhendu Sekhar Roy: একই দিনে দু বার তলব পুলিশের! 'ন্যায়ের পথ থেকে সরব না', অনড় তৃণমূল সাংসদ সুখেন্দু

Last Updated:

প্রথম নোটিস তাঁকে পাঠানো হয় দুপুর একটা নাগাদ। সেই নোটিস্ তাঁকে বিকেল সাড়ে চারটে নাগাদ দেখা করতে বলা হয় লালবাজারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আরজি করে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় কলকাতা পুুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলায় রবিবার দুটি নোটিস দেওয়া হয় তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়কে। বিকেল পাঁচটা নাগাদ পুনরায় নোটিস দিয়ে সাড়ে পাঁচটা নাগাদ লালবাজারে আসতে বলা হয় তাঁকে। দুটি নোটিসের জবাবেই সুখেন্দু শেখর রায় কলকাতা পুলিশকে জানান, তাঁর শারীরিক সমস্যার কারণেই তিনি হাজিরা দিতে পারবেন না। নিজের জবাবের সঙ্গে দিল্লির এইমস এবং এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের প্রেসক্রিপশন পাঠিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ।
পুলিশি তলবের পরেও অনড় সুখেন্দু৷
পুলিশি তলবের পরেও অনড় সুখেন্দু৷
advertisement

যদিও সূত্রের খবর, তিনি জিজ্ঞাসাবাদের জন্য যাবেন বলেও পুলিশকে জানিয়েছেন। তবে শারীরিক অসুস্থতার কারণে সময় চেয়েছেন তৃণমূল সাংসদ।

আরও পড়ুন: ‘ওরা তো ক্রিমিনাল নয়…’ ফুটবলপ্রেমীদের ছাড়াতে রাতেই লালবাজারে ফেডারেশন সভাপতি

তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়কে রবিবার লালবাজারে তলব করেছিল কলকাতা পুলিশ। কিন্তু সুখেন্দু সেই তলবে সাড়া দেননি। রবিবার বিকালে লালবাজারে ডেকে পাঠানো হয়েছিল তৃণমূল সাংসদকে। সূত্রের খবর, তিনি না আসায় তাঁকে আবার তলব করা হয়। প্রথম নোটিস তাঁকে পাঠানো হয় দুপুর একটা নাগাদ। সেই নোটিস্ তাঁকে বিকেল সাড়ে চারটে নাগাদ দেখা করতে বলা হয় লালবাজারে। তিনি শারীরিক অসুস্থতার কারণে যেতে পারবেন না বলে জানিয়ে দেন৷ নিজের দাবির স্বপক্ষে তিনি গত ২৬ জুলাই দিল্লির এইমসে চিকিৎসক দেখানোর পরে তাঁদের দেওয়া প্রেসক্রিপশন ও ৩১ জুলাই এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি ও পালমোনারি মেডিসিন বিভাগের দুই বিভাগীয় প্রধানকে দেখানোর প্রেক্ষিতে তাঁদের দেওয়া যে প্রেসক্রিপশন রয়েছে, সেগুলিও পুলিশকে পাঠান। সূত্রের খবর এরপর বিকেল ৪:৫৫ নাগাদ তাঁকে ফের নোটি, পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে৷ বলা হয় বিকেল ৫:৩০ নাগাদ তাঁকে দেখা করতে হবে লালবাজারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাজ্যসভার সাংসদ গোটা বিষয়টায় যে অসম্ভব বিরক্ত তা প্রকাশ করেছেন ঘনিষ্ঠ মহলে। বিশেষ করে দেশের দুই প্রথম সারির হাসপাতালের চিকিৎসকদের রিপোর্ট পাঠানোর পরেও তাঁকে যে ভাবে ডেকে পাঠানো হয়েছে তা নিয়ে বিরক্ত তিনি৷ তবে তিনি যে তদন্তকারীদের মুখোমুখি হবেন না এমন কথা বলেননি। সূত্রের খবর রাজ্যসভার সাংসদ শারীরিক অসুস্থতার জন্য দুই-তিনদিন সময় চেয়েছেন।যদিও গোটা প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “পৃথিবীর কোনও শক্তি, আমাকে ন্যায় ও সত্যের পথ থেকে বিচ্যুত করতে পারবে না।”

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Sukhendu Sekhar Roy: একই দিনে দু বার তলব পুলিশের! 'ন্যায়ের পথ থেকে সরব না', অনড় তৃণমূল সাংসদ সুখেন্দু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল