Kalyan Chaubey: ‘ওরা তো ক্রিমিনাল নয়...’ ফুটবলপ্রেমীদের ছাড়াতে রাতেই লালবাজারে ফেডারেশন সভাপতি

Last Updated:
রবিবার রাত এগারোটায় লালবাজার যান কল্যাণ চৌবে। ফুটবলপ্রেমীদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন কল্যাণ চৌবের সামনে। আইনজীবীকেও সঙ্গে আনেন ফেডারেশন সভাপতি।
1/5
অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। যুবভারতীর সামনে প্রতিবাদ জানাতে গিয়ে ৬ ফুটবলপ্রেমীকে আটক করে ফুলবাগান থানা। লালবাজারে পাঠানো হয় সেই ৬ ফুটবলপ্রেমীকে। তাদের ছাড়াতে আসরে নামেন ফেডারেশন সভাপতি।
অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। যুবভারতীর সামনে প্রতিবাদ জানাতে গিয়ে ৬ ফুটবলপ্রেমীকে আটক করে ফুলবাগান থানা। লালবাজারে পাঠানো হয় সেই ৬ ফুটবলপ্রেমীকে। তাদের ছাড়াতে আসরে নামেন ফেডারেশন সভাপতি।
advertisement
2/5
রাত এগারোটায় লালবাজার যান কল্যাণ চৌবে। ফুটবলপ্রেমীদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন কল্যাণ চৌবের সামনে। আইনজীবীকেও সঙ্গে আনেন ফেডারেশন সভাপতি।
রাত এগারোটায় লালবাজার যান কল্যাণ চৌবে। ফুটবলপ্রেমীদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন কল্যাণ চৌবের সামনে। আইনজীবীকেও সঙ্গে আনেন ফেডারেশন সভাপতি।
advertisement
3/5
পুলিশের সঙ্গে দীর্ঘ আলোচনার পর ওই ৬ ফুটবলপ্রেমীকে ছাড়ানোর ব্যবস্থা করেন কল্যাণ চৌবে। লালবাজার থেকে বেরিয়েও জাস্টিস ফর আরজি কর স্লোগান ফুটবলপ্রেমীদের গলায়।
পুলিশের সঙ্গে দীর্ঘ আলোচনার পর ওই ৬ ফুটবলপ্রেমীকে ছাড়ানোর ব্যবস্থা করেন কল্যাণ চৌবে। লালবাজার থেকে বেরিয়েও জাস্টিস ফর আরজি কর স্লোগান ফুটবলপ্রেমীদের গলায়।
advertisement
4/5
ফুটবলপ্রেমীদের নাম: সন্দীপ বোস, সন্দীপ গায়েন, অর্ক দে, সুব্রত রায় , রাজদীপ ভট্টাচার্য এবং শুভাশিস বোস ৷
ফুটবলপ্রেমীদের নাম: সন্দীপ বোস, সন্দীপ গায়েন, অর্ক দে, সুব্রত রায় , রাজদীপ ভট্টাচার্য এবং শুভাশিস বোস ৷
advertisement
5/5
মেয়েদের রাত দখলের পর, গতকাল, রবিবার মোহনবাগান-ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশের বিক্ষোভে দীর্ঘক্ষণ অচল ছিল ইএম বাইপাস। পথে নেমেছিলেন টালিগঞ্জের শিল্পীরাও।
মেয়েদের রাত দখলের পর, গতকাল, রবিবার মোহনবাগান-ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশের বিক্ষোভে দীর্ঘক্ষণ অচল ছিল ইএম বাইপাস। পথে নেমেছিলেন টালিগঞ্জের শিল্পীরাও।
advertisement
advertisement
advertisement