TRENDING:

'‘কোন জ্যোতিষীকে দেখাচ্ছেন তৃণমূল নেতারা? জানতে পারলে আমিও সেই জ্যোতিষীর দ্বারস্থ হয়ে ডিয়ার লটারির টিকিট কাটব’- সুকান্ত মজুমদার

Last Updated:

শুভেন্দুর পর সরব সুকান্ত। জনপ্রিয় ডিয়ার লটারির সাপ্তাহিক টিকিট কেটে এক কোটি টাকা জিতলেন জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তার স্ত্রী রুচিকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
# কলকাতা: '‘কোন জ্যোতিষীকে দেখাচ্ছেন তৃণমূলের নেতারা? জানতে পারলে আমিও সেই জ্যোতিষীর কাছে যেতাম আর লটারির টিকিট কাটতাম। আমি ভাগ্যবান নেতাদের কাছে জানতে চাইব যে, যেভাবে এখন তৃণমূল পরিচিতরা লটারির টিকিট কেটে মোটা টাকা পাচ্ছে তা কী ভাবে সম্ভব হচ্ছে?’’  ডিয়ার লটারি প্রসঙ্গে ঠিক এই ভাষাতেই শাসক দলকে 'খোঁচা' দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
  Sukanta Majumder of BJP takes a dig at TMC
Sukanta Majumder of BJP takes a dig at TMC
advertisement

লটারিতে কয়েকমাস আগে এক কোটি টাকা জিতেছেন অনুব্রত মণ্ডল৷ চলতি বছরের শুরুর দিকেই সামনে এসেছিল এমন খবর৷ এবার জনপ্রিয় ডিয়ার লটারির সাপ্তাহিক টিকিট কেটে এক কোটি টাকা জিতলেন জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তার স্ত্রী রুচিকা। রীতিমতো বিজ্ঞাপন দিয়ে সে খবর প্রকাশও করেছে লটারি আয়োজক সংস্থা। স্বভাবতই যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

advertisement

আরও পড়ুন -  Weight Loss Tips: পেটের মেদ ঝরবে তরতরিয়ে! সপ্তাহে একবারও অন্তত যদি এই খাবারগুলো পাতে পড়ে

তৃণমূল বিধায়কের লটারিতে এক কোটি টাকা জেতার বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আসরে নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তৃণমূল বিধায়কের স্ত্রীর লটারি জয়ের খবর প্রকাশ্যে আসার পরই একাধিক ট্যুইট করেছেন বিরোধী দলনেতা৷ তাঁর বিস্ফোরক অভিযোগ, '‘ডিয়ার লটারির আড়ালে রাজ্যে চলছে আর্থিক দুর্নীতি। ওই লটারির মাধ্যমে কালো টাকা সাদা করা হচ্ছে।’’  ট্যুইটারে তাঁর অভিযোগ, '‘সহজে টাকা জেতার টোপ দিয়ে পশ্চিমবঙ্গের দরিদ্র মানুষকে লটারির নেশা ধরানো হচ্ছে৷ কঠোর পরিশ্রম করে আয় করা অর্থ টিকিট কেটে এভাবেই তাঁরা নষ্ট করছেন আর দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতারা তাঁদের পয়সায় লাভবান হচ্ছেন৷’’

advertisement

আরও পড়ুন -  বিয়ে নিয়ে হুলস্থূল! বাড়িতে দ্বিতীয় পক্ষের নতুন বউ, বাইরে হাজির পুরনো বউ, তারপর...

সেরা ভিডিও

আরও দেখুন
নবাবের শহর থেকে রাজধানীর পথে মুর্শিদাবাদের রুদ্রাক্ষী, স্বপ্নকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধে জয়
আরও দেখুন

অন্য একটি ট্যুইটে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, '‘এটি টাকা তছরুপ করার সহজ উপায়৷ সাধারণ মানুষ টিকিট কেনে আর তৃণমূল নেতারা বাম্পার পুরস্কার জেতে৷ প্রথমে অনুব্রত মণ্ডল জ্যাকপট জিতলেন আর এখন বিধায়ক বিবেক গুপ্তর স্ত্রী এক কোটি জিতলেন।’’ শুভেন্দু অধিকারীর পর এবার সুকান্ত মজুমদার। ডিয়ার লটারি নিয়ে  সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শাসক দল তথা সরকারকে খোঁচা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।                                               VENKATESWAR  LAHIRI

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
'‘কোন জ্যোতিষীকে দেখাচ্ছেন তৃণমূল নেতারা? জানতে পারলে আমিও সেই জ্যোতিষীর দ্বারস্থ হয়ে ডিয়ার লটারির টিকিট কাটব’- সুকান্ত মজুমদার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল