প্রতিক্রিয়ায় সুজন চক্রবর্তী বলেন, "সারদার পরে আবার মমতা লিস্ট প্রকাশ করলেন...ইডি, সিবিআই এবার ওই লিস্ট ফলো করবে। শিক্ষক নিয়োগ নিয়ে উস্কানি দিচ্ছেন মমতা। যদি দুর্নীতি হয়ে থাকে তবে তদন্ত করুন।"
আরও পড়ুন :'সিপিএম আমলের লিস্ট কোথায়, আলমারি কোথায়?' SSC 'অপপ্রচার' নিয়ে বামেদের নিশানা মমতার
এদিন মেয়ো রোডের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "শিক্ষা নিয়ে যারা এত অপপ্রচার করে বেড়াচ্ছেন, কোর্টে কেসটা বিচারাধীন রয়েছে৷ আমি সেটা নিয়ে কিছু বলব না৷ আমাদের আমলে কত ছেলে মেয়ে স্কুলে চাকরি পেয়েছে? আর সিপিএম তোমার আমলে লিস্ট কোথায়, আলমারি কোথায়?
advertisement
কী ভাবে চাকরি দিয়ে টাকা নিতে হয় সেটা সিপিআইএম শিখিয়েছে বলে অভিযোগ করেন মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেন ‘সিস্টেমটা ওরাই ভাল জানে। আজকে তৃণমূলকে বলছে চোর। আমি যদি আজ রাজনীতি না করতাম, আর এই চেয়ারে না থাকতাম, আমি আমার বোনেদের বলতাম, যারা এই মিথ্যে কথা রটনা করে, তাঁদের জিভগুলিকে টেনে খুলে দিতে।"