মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বলছেন, রাত নটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত যে বিধি-নিষেধ জারি করা হয়েছে সেই বিধিনিষেধ অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষ তা মানছেন না। এবং বেশ কিছু হোটেল রেস্টুরেন্টও আইন ভাঙছেন বলে অভিযোগ আসছে। তাই নাকা চেকিং-এর পাশাপাশি ফ্লাইং স্কোয়াড নামানোর পরিকল্পনা জানাচ্ছেন তিনি। পাশাপাশি প্রয়োজন হলে আবগারি দফতরকেও নামাতে হবে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ রাস্তা এবং হাইওয়েগুলিতে।
advertisement
উল্লেখ্য জেলার পুলিশ সুপার কমিশনারদেরও নির্দেশ দিয়ে বলা হয়েছে যাতে আইনভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য। আন্তঃরাজ্য সীমান্ত এবং আন্তর্জাতিক সীমান্ত গুলিতেও চেকিং করতে হবে, বলা হয়েছে এই নির্দেশিকায়।
মুখ্যসচিব স্পষ্টই বলছেন, আমরা যদি নজরদারি না করি তাহলে আবার হাতের বাইরে চলে যেতে পারে করোনা পরিস্থিতি। সংক্রমণ আটকাতে এই মুহূর্তে বাজার কমিটিগুলো নিয়ে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে তা নিয়েও রাজ্য সরকারের পর্যালোচনা করবে। জেলাশাসকদের করোনা বিধি মানা নিয়েও কড়া বার্তা দিয়েছেন মুখ্যসচিব।
