সাইক্লোনকে মাথায় রেখে আরও একাধিক নির্দেশ জারি করল নবান্ন। জরুরি ভিত্তিতে ওয়াটার ট্যুরিস্ট অ্যাক্টিভিটি বন্ধের নির্দেশিকা জারি করা হল রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে। দিঘা, মন্দারমণি, তাজপুর, শংকরপুর, সাগর, বকখালির মতো পর্যটন জায়গাগুলিতে আপাতত ওয়াটার ট্যুরিস্ট অ্যাক্টিভিটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, পর্যটকদের গতিবিধি যাতে নিয়ন্ত্রণ করা হয় সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের পর্যটন দফতরকেও।
advertisement
১ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে এই সতর্কতা ও ইতিমধ্যেই দেওয়া হয়েছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে। পাশাপাশি কলকাতা পুরসভার কমিশনারকেও চিঠি দিয়ে জানানো হয়েছে যাতে নর্দমাগুলি পরিষ্কার রাখা হয়৷ গাছ কাটা যন্ত্রপাতি ও যাতে প্রস্তুত রাখা হয় সে বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন ৮ বছরের বাচ্চার হাতের কাজে তাক লেগেছে! বানিয়েছে ১ ফুটের কালী প্রতিমা
আরও পড়ুন Dhanteras: এক রাতেই বড়লোক হলেন ঝাঁটা ব্যবসায়ীরা, ধনতেরসে ঝাঁটা কেনার হিড়িক জেলায়
তারই সঙ্গে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী জেলাশাসকদের প্রস্তুত করে রাখতে বলা হয়েছে। ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে, তা নিয়েই মূলত আগাম সর্তকতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷
উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি, মিনাখা, হিঙ্গলগঞ্জের মতো জায়গা গুলি থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হয়েছে। কালীপুজো থাকলেও ইতিমধ্যেই গোটা পরিস্থিতি সমান দিতে ছুটি বাতিল করেছে নবান্ন৷ ছয় জেলায় ছয় সচিবকেও দায়িত্বে দেওয়া হয়েছে গোটা পরিস্থিতি নিয়ে জেলাগুলির সঙ্গে সমন্বয় বজায় রাখার জন্য।