রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী স্কিমের আওতায় রোগী দেখতে হলে, পশ্চিমবঙ্গ রাজ্য মেডিক্যাল কাউন্সিলে চিকিৎসকদের নিজের নাম নথিভুক্ত করতে হবে। এমনকি কোনও বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম অথবা ডায়গনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ রাজ্য মেডিক্যাল কাউন্সিলে বৈধ রেজিস্ট্রেশন নম্বর ছাড়া, কোন চিকিৎসককে দিয়ে স্বাস্থ্য সাথী প্রকল্পে রোগীদের চিকিৎসা করাতে পারবে না। যদি তার অন্যথা হয় সেক্ষেত্রে কড়া ব্যাবস্থা নিতে পিছপা হবে না রাজ্য স্বাস্থ্য দফতর।
advertisement
স্বাস্থ্য সাথী প্রকল্পে রোগী দেখতে রাজ্যের সব চিকিৎসককে বাধ্যতামূলক ভাবে স্বাস্থ্য সাথী পোর্টালে নিজের নাম নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। কোন চিকিৎসক কোন বেসরকারি হাসপাতাল বা নার্সিং হোমের সঙ্গে যুক্ত তা জানতে হবে চিকিৎসকদের।
এখানেই শেষ নয়, এই তথ্য পোর্টালে আপলোডের জন্য দিনও ঠিক করে দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। নির্দেশিকায় আরও জানানো হয়েছে আধার কার্ড, প্যান কার্ডের ছবি এবং ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন নম্বর সহ ৩০ শে নভেম্বরের মধ্যে সব চিকিৎসককে স্বাস্থ্য সাথী পোর্টালে নিজের নাম নথিভুক্ত করতে হবে।
আরও পড়ুন, অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ৫১ হাজার…! বিধানসভায় পাশ হয়ে গেল মন্ত্রীদের বেতন বৃদ্ধি বিল
আরও পড়ুন, নবদ্বীপে রাসে প্রতিমা বিসর্জনে বিপত্তি, ঠাকুর চাপা পড়ে আহত কমপক্ষে চার জন
স্বাস্থ্য ভবন সূত্রের খবর অনুযায়ী, এর ফলে কোন চিকিৎসক কতজন রোগী দেখছেন বা অস্ত্রোপচার বেসরকারি হাসপাতালে তার পরিষ্কার হিসেব পাওয়া যাবে। পাশাপশি সরকারি হাসপাতালে পরিকাঠামো থাকা সত্বেও বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে চিকিৎসকরা রোগীর অস্ত্রোপচার বা রোগী ভর্তি করছেন কি না তারও ধারণা মিলবে।
যদি কোনও হাসপাতাল বা চিকিৎসক এই অ্যাডভাইজারি না মানে তবে স্বাস্থ্য সাথী প্রকল্প থেকে থেকে বাদ পড়বে সংশ্লিষ্ট চিকিৎসক বা বেসরকারি হাসপাতালের নাম।