কেন্দ্রীয় বাহিনী নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন৷ যদিও সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করতে চায়নি সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালতের এই রায়ের পর কেন্দ্রীয় বাহিনী নিয়ে আর টালবাহানা করার সুযোগ ছিল না৷
আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট! হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট
advertisement
সূত্রের খবর, সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পরই কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের অন্দরে প্রস্তুতি শুরু হয়ে যায়৷ জানা গিয়েছে, প্রতিটি জেলার জন্য ২ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী চাইবে কমিশন৷ এছাড়াও উত্তেজনাপ্রবণ এবং অতি সংবেদনশীল এলাকার জন্য আরও বেশ কিছু কোম্পানি চাইবে নির্বাচন কমিশন।
আরও পড়ুন: ভোটের লড়াইয়ে আনিস খানের দাদা! কোন দলের হয়ে? প্রচারে তুমুল ব্যস্ত আনিসের বাবাও
কেন্দ্রীয় বাহিনী নিয়ে নিজেদের পরিকল্পনা সুপারিশ আকারে রাজ্য সরকারের কাছে পাঠাবে৷ এর পর রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি পাঠানো হবে৷
কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের যে অনীহা ছিল, তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে৷ কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পর একরকম বাধ্য হয়েই এখন কেন্দ্রীয় বাহিনী চাইতে হচ্ছে কমিশনকে৷