TRENDING:

Panchayat election 2023: আজ ৬৯৬ বুথে পুনর্নির্বাচন, সর্বাধিক মুর্শিদাবাদে! ফের রক্ত ঝরবে না শান্তিতে ভোট?

Last Updated:

ভোট শেষের পরেই জেলা প্রশাসনের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রত্যাশিত ভাবেই আজ সোমবার রাজ্যের ৬৯৬টি বুথে পুনর্নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমি়শন৷ গত় শনিবার পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠেছিল বিভিন্ন জেলা৷ অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছিল৷ জেলায় জেলায় দেখা গিয়েছিল অবাধ ভোট লুঠের ছবি৷
সোমবার ফের ভোট।
সোমবার ফের ভোট।
advertisement

West Bengal Panchayat Election Result 2023 (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল)  Live Updates

ভোট শেষের পরেই জেলা প্রশাসনের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন৷ সেই রিপোর্ট খতিয়ে দেখে কোন জেলায় কতগুলি বুথে পুনরায় ভোট হবে, তার তালিকা প্রকাশ করেছে কমিশন৷

আরও পড়ুন: আচমকা দিল্লি যাত্রা রাজ্যপালের, ভোট হিংসা নিয়ে কেন্দ্রকে রিপোর্ট দেবেন? চর্চা তুঙ্গে

advertisement

পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল (West Bengal Panchayat Election Result 2023)  Check LIVE

এখনও পর্যন্ত যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে সবথেকে বেশি পুনর্নির্বাচন দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলায়৷ সেখানে ১৭৫টি বুথে ফের ভোট হবে৷ এর পরেই রয়েছে লাগোয়া মালদহ জেলা (১০৯টি বুথ), কোচবিহার (৫৩টি বুথ), নদিয়া (৮৯টি বুথ), উত্তর চব্বিশ পরগণা (৪৬টি) বুথ৷ এ ছাড়াও পূর্ব মেদিনীপুরের ৩১টি, হুগলির ২৯টি. দক্ষিণ চব্বিশ পরগণার ৩৬টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে৷ পূর্ব মেদিনীপুরের যে বুথগুলিতে ফের ভোট হবে তার মধ্যে নন্দীগ্রামেরও দুটি বুথ রয়েছে৷ এ ছাড়াও উত্তর দিনাজপুরের ৪২টি বুথ, পশ্চিম মেদিনীপুরের ১০টি, হাওড়ায় ৮টি  বুথে পুনরায় ভোট হবে৷ ঝাড়গ্রাম, কালিম্পং, দার্জিলিং জেলার বুথেই পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়নি৷

advertisement

শনিবার ভোট চলাকালীন সবথেকে বেশি উত্তপ্ত ছিল মুর্শিদাবাদ৷ সূত্রের খবর, মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে মোট ১৭৫টি বুথে পুনর্নির্বাচনের জন্য রাজ্য নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব পাঠানো হয়৷ সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

কমিশন জানিয়েছে, সোমবার যে বুথগুলিতে পুনরায় ভোট হবে, সেখানে সর্বত্রই হাফ সেকশন বা চার জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat election 2023: আজ ৬৯৬ বুথে পুনর্নির্বাচন, সর্বাধিক মুর্শিদাবাদে! ফের রক্ত ঝরবে না শান্তিতে ভোট?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল