১২ ফেব্রুয়ারি, বুধবার বিকেল ৪টেয় রাজ্য বাজেট পেশ করা হবে। ১৩ ও ১৭ ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণের ওপরে আলোচনা চলবে। ১৮ ফেব্রুয়ারি বাজেটের ওপর বিস্তারিত আলোচনা হবে, এবং ১৯ ফেব্রুয়ারি দফাওয়ারি গ্রান্ট নিয়ে আলোচনা হবে। বাজেট পেশের পর এটি স্ক্রুটিনি করা হবে এবং ১০ মার্চ থেকে দ্বিতীয় দফার আলোচনা শুরু হবে।
advertisement
বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের দাবি, “বিরোধী দলের নেতারা আসেন না অধ্যক্ষের ডাকা বৈঠকে। ওদের কিছু বলার থাকলে এখানে এসে বলতে পারত। ওরা বৈঠকে না এসে নানা কথা বলে।
রাজ্যপালকে আবার চিঠি দিয়েছি। যে বিল আটকে আছে। সেগুলোকে ছেড়ে দেওয়ার জন্য। কিছু বিল উনি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন। তবে রাজ্যপাল বা রাষ্ট্রপতির কিছু রেকমেন্ড থাকলে জানাতে পারেন বিধানসভায়। তাহলে সেটা নিয়ে কথা হতে পারে। বাকি থাকা বিল বা পেন্ডিং বিলের তালিকা দিয়েছি। রাজ্যপাল বলেন বিল পেন্ডিং নেই। কিন্তু বাস্তব সেটা নয়। অপরাজিতা বিল দ্রুত ছাড়া উচিত ছিল। বিল ফেরত পাঠালে সেটা নিয়ে পুনরায় আলোচনা হয়। সেই রেকমেন্ডশান নিয়ে আলোচনা হলে সেটাকে আর আটকানো যায় না।”