সিবিআই সূত্রে খবর, কেন টাকা দিয়ে চাকরি প্রাপকদের এখনও গ্রেফতার করা হচ্ছে না, সেই বিষয়টি বিচারকের সামনে ব্যাখ্যা করেন আধিকারিকেরা৷
আরও পড়ুন: বিজেপি বিরোধিতায় ‘আমরা এক’, একতা প্রতিষ্ঠায় নতুন উদ্যোগ নীতীশের
প্রসঙ্গত, এর আগে বিচারকের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল সিবিআইকে। বেআইনি ভাবে চাকরিপ্রাপকদের বিরুদ্ধে সিবিআইকে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন বিচারক। সেই সময়, যারা টাকা দিয়ে চাকরি নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল না কেন, সেই প্রশ্নের জবাব দিতে পারেনি সিবিআই। তাই বিচারকের রোষের মুখে পড়তে হয়েছিল তাদের।
advertisement
আরও পড়ুন: ‘কমিশনার কি আছেন?’, এবার রাজীব সিনহার প্রসঙ্গ উঠল আদালতেও, ক্ষুব্ধ বিচারপতি
আজ আলিপুর কোর্টে শুনানির আগেই বিচারকের সঙ্গে দেখা করেন এসএসসি সিটের আধিকারিকরা। সিবিআইয়ের তরফে জানানো হয়, এই মামলায় আরও বেশ কিছু প্রমাণ পাওয়া বাকি রয়েছে।
আলিপুর সিবিআই বিশেষ আদালতে অর্পণ চট্টোপাধ্যায়ের এজলাসে সিবিআইয়ের দুই ডিআইজি হাজির হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। শিক্ষক নিয়োগ দুর্নীতি অগ্রগতি আনতেই কী এবার সরাসরি ডিআইজি-রা আদালতে গেলেন? এর পর কার পালা?
ARPITA HAZRA