আদালত জানিয়েছে, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ – সি, গ্রুপ – ডি, নবম – দশম এবং একাদশ – দ্বাদশের সব শিক্ষক – অশিক্ষক কর্মীকে এ বিষয়ে নোটিস দিয়ে অবগত করতে হবে। কেউ আদালতে আসতে চাইলে আসতে পারেন। এমনও নির্দেশ দিয়েছে আদালত। রাজ্য এ বিষয়ে একজন নোডাল অফিসার নিযুক্ত করবেন, যিনি হলফনামা দিয়ে জানাবেন যে এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে কিনা। নির্দেশ আদালতের।
advertisement
আরও পড়ুন: হাওড়া ঢুকছিল বাগনান লোকাল, আচমকা বিকট শব্দ! লাইনচ্যুত বগি ঘিরে তোলপাড়
একাদশ দ্বাদশ কোনও চাকরি বাতিল হয়নি। বাকি ৩ ক্যাটাগরিতে চাকরি বাতিল প্রায় ৫০০০। সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত সেই বাতিলে স্থগিতাদেশ। ৫০০০ চাকরি বাতিলের ভবিষ্যৎ বিশেষ ডিভিশন বেঞ্চের ওপর ছেড়েছে সুপ্রিম কোর্ট। নবম-দশমে ১১৫২৫। একাদশ দ্বাদশ ৫৫০০। গ্রুপ সি ৪৪৮৭। গ্রুপ ডি ২০৩৭। মোট ২৩৫৪৯ চাকরি প্রাপককে নোটিস ধরাতে নির্দেশ চলতি মাসেই।