TRENDING:

SSC: SSC দুর্নীতিতে বিরাট মোড়! ২০১৬-তে চাকরি প্রাপকদের সকলকে নোটিস পাঠাতে নির্দেশ কোর্টের!

Last Updated:

SSC: আদালত জানিয়েছে, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ - সি, গ্রুপ - ডি, নবম - দশম এবং একাদশ - দ্বাদশের সব শিক্ষক - অশিক্ষক কর্মীকে এ বিষয়ে নোটিস দিয়ে অবগত করতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বড় মোড়। SSC-র ২০১৬ নিয়োগ প্রক্রিয়ায় যারা চাকরি পেয়েছেন, তাদের সবাইকে নোটিস দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। মামলা বিচারাধীন রয়েছে এই মর্মে নোটিস দেওয়ার নির্দেশ। এই মাসের অর্থাৎ ডিসেম্বরের বেতন দেওয়ার আগে সবাই নোটিস পেয়েছেন, এই মর্মে স্বাক্ষর করিয়ে নিতে হবে। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের নির্দেশ, রাজ্যকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।
হাইকোর্টের বড় নির্দেশ
হাইকোর্টের বড় নির্দেশ
advertisement

আদালত জানিয়েছে, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ – সি, গ্রুপ – ডি, নবম – দশম এবং একাদশ – দ্বাদশের সব শিক্ষক – অশিক্ষক কর্মীকে এ বিষয়ে নোটিস দিয়ে অবগত করতে হবে। কেউ আদালতে আসতে চাইলে আসতে পারেন। এমনও নির্দেশ দিয়েছে আদালত। রাজ্য এ বিষয়ে একজন নোডাল অফিসার নিযুক্ত করবেন, যিনি হলফনামা দিয়ে জানাবেন যে এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে কিনা। নির্দেশ আদালতের।

advertisement

আরও পড়ুন: হাওড়া ঢুকছিল বাগনান লোকাল, আচমকা বিকট শব্দ! লাইনচ্যুত বগি ঘিরে তোলপাড়

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের সংস্কৃতি-পরম্পরার অবিশ্বাস্য মেলবন্ধন! আইআইটি খড়গপুরে মন ভাল করা দৃশ্য
আরও দেখুন

একাদশ দ্বাদশ কোনও চাকরি বাতিল হয়নি। বাকি ৩ ক্যাটাগরিতে চাকরি বাতিল প্রায় ৫০০০। সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত সেই বাতিলে স্থগিতাদেশ। ৫০০০ চাকরি বাতিলের ভবিষ্যৎ বিশেষ ডিভিশন বেঞ্চের ওপর ছেড়েছে সুপ্রিম কোর্ট। নবম-দশমে ১১৫২৫। একাদশ দ্বাদশ ৫৫০০। গ্রুপ সি ৪৪৮৭। গ্রুপ ডি ২০৩৭। মোট ২৩৫৪৯ চাকরি প্রাপককে নোটিস ধরাতে নির্দেশ চলতি মাসেই।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC: SSC দুর্নীতিতে বিরাট মোড়! ২০১৬-তে চাকরি প্রাপকদের সকলকে নোটিস পাঠাতে নির্দেশ কোর্টের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল