সিবিআই সূত্রে খবর, ইতিমধ্যে আলিপুর বিশেষ সিবিআই আদালতে প্রসন্নকে নিজেদের হেফাজতে নিয়ে চেয়ে আবেদন করেন গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তকারী অফিসার। সূত্রের দাবি, আদালতে সেই আবেদন মঞ্জুর হয়েছে। বৃহস্পতিবার প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে আলিপুর বিশেষ সিবিআই আদালতে পেশ করা হবে প্রসন্নকে। আদালত থেকেই তাকে নিজেদের হেফাজতে নেবে সিবিআই।
advertisement
কেন গ্রুপ ডি মামলায় প্রসন্নকে হেফাজতে নেবে সিবিআই? সূত্রের দাবি, গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্নর যোগসূত্র পাওয়া গিয়েছে। উত্তর ২৪ পরগনার একাধিক চাকরি প্রার্থীর জন্য সুপারিশ করা, টাকা নেওয়া সহ নিয়োগ দুর্নীতিতে যোগ মিলেছে প্রসন্নর।
আরও পড়ুন: জীবনকৃষ্ণের মোবাইলে কার নাম, এবার কাকে ডাক? নিয়োগ দুর্নীতিতে এবার বিরাট মোড়
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই প্রসন্ন প্রভাব খাটিয়েছেন নিজের এলাকায়। চাকরি বিক্রি করে টাকা তুলেছেন, পৌঁছে দিয়েছেন প্রভাবশালীদের কাছে অভিযোগ সিবিআইয়ের।
গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতেও যোগ মিলেছে প্রসন্নর। বাগদার সৎ রঞ্জন ওরফে চন্দন মণ্ডল প্রসন্নর হয়ে কাজ করতেন বলে সিবিআই তদন্তে উঠে এসেছে। তাই চন্দন গ্রেফতার হওয়ার পর সংশোধনাগারে গিয়ে প্রসন্নকে জেরা করেছে সিবিআই। জেরা করা হয়েছে প্রসন্নর অফিসের কর্মী প্রদীপ সিংকেও। যাকে সিবিআই গ্রেফতার করেছে।
আরও পড়ুন: ‘…গলিল না সোনা’, আদালতে তোলপাড় ফেলে দিলেন পার্থ! অভিষেককে নিয়ে শোরগোল ফেলা মন্তব্য
এবার গ্রুপ ডি মামলায় নিজেদের হেফাজতে নিয়ে প্রসন্নকে জেরা করবে সিবিআই। এখন দেখার বৃহস্পতিবার কত দিনের জন্য প্রসন্নকে হেফাজতে চাইছে সিবিআই। তবে সিবিআই সূত্রে দাবি, প্রসন্ন সম্পর্কে তথ্য হাতে পেয়েই তাকে হেফাজতে নিয়ে জেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে সিবিআইকে। সিবিআই তরফে আদালতে প্রসন্নের ভূমিকা নিয়ে তথ্য তুলে ধরা হয়। আদালত জানতে চেয়েছিল কবে তাকে হেফাজতে নেওয়া হবে। অবশেষে তাকে গ্রুপ ডি মামলায় হেফাজতে নিতে চলেছে সিবিআই।