এখনও পর্যন্ত প্রায় ২৮ কোটি টাকা মতো উদ্ধার হয়েছে বেলঘরিয়া রথতলার ফ্ল্যাট থেকে। ৯টি টাকা গণনার যন্ত্র দিয়ে টাকা গোনা চলে। ইডি সূত্রে খবর, ২৭ কোটি ৯০ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। ৪ কোটি ৩১ লক্ষ টাকা মূল্যের সোনা উদ্ধার হয়েছে। ফ্ল্যাটে রাতভর তল্লাশির পর সেখান থেকে উদ্ধার হওয়া টাকা ও সোনা ট্রাঙ্কে ভরে ট্রাকে করে নিয়ে যাওয়া হয়েছে স্ট্র্যান্ড রোডের এসবিআই সদর দফতরে। সেখানেই বাজেয়াপ্ত টাকা ও সোনা রাখা হবে ব্যাঙ্কের ভল্টে।
advertisement
আরও পড়ুন: 'এমন কোনও কাজ করব না যার জন্য বদনাম হবে', পার্থ-অর্পিতা কাণ্ডে সাবধানী দেব
টাকা গোনার সময় ফ্ল্যাটের সেক্রেটারিকে সেখানে রাখা হয়েছিল। কোথা থেকে এল এত টাকা? এই টাকার উৎস কী? ইডি অফিসারেরা এখন সেই প্রশ্নই জানতেন চান। বৃহস্পতিবার দিনভর ফের অর্পিতা মুখোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করবেন ইডি অফিসারেরা। বেলঘরিয়ায় অর্পিতার আরেকটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। রাতেই সেটি সিল করে দেয় ইডি।
আরও পড়ুন: আপনাদের অনেকের বাড়িতেই রেইড হয়েছে আমি জানি, ভয় পাবেন না: মমতা
গত শুক্রবার টালিগঞ্জের একটি আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ প্রায় ২২ কোটি টাকা, সোনার গয়না এবং বিদেশি মুদ্রা উদ্ধার করে ইডি। তার পর জানা যায়, বেলঘরিয়াতেও ফ্ল্যাট রয়েছে অর্পিতার। বুধবার সেখানেই অভিযান চালায় ইডি। বৃহস্পতিবার ভোরে টাকা গণনা শেষ হয়। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মীদের ডেকে এনে মোট চারটি বৃহদাকার যন্ত্রে চলছিল টাকা গোনা। কলকাতার এসবিআইয়ের একটি শাখা থেকে যন্ত্রগুলি বেলঘরিয়ার ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়েছিল বলে ইডি সূত্রে খবর।