এর আগে অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়ে ক্যামাক স্ট্রিটের অফিসের সামনে চাকরি প্রার্থীরা ধর্না কর্মসূচি শুরু করেছিলেন। তাঁরা ছিলেন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী। তাঁরা দাবি করেছিলেন, তাঁদের সঙ্গেও দেখা করতে হবে অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে। কথা বলতে হবে তাঁদের দাবি-দাওয়া নিয়ে। যদিও ২০১৪ সালের সেই টেট উত্তীর্নদের সঙ্গে দেখা করতে পারেননি অভিষেক। পরে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে এই নিয়ে প্রশ্ন করা হলে কুণাল বলেন, একটা সমস্যার সমাধান করার চেষ্টা চলছে, এক সঙ্গে সবাই চাইলে তো কোনও কাজটাই হবে না। ধীরে ধীরে সব কিছুর সমাধান হবে।
advertisement
আরও পড়ুন: গ্রেফতার হওয়া পার্থর নাম কেন ইতিহাসের বইতে, সরানোর দাবিতে সরব বিরোধীরা
আরও পড়ুন: আরও বেশ কয়েকজন বিধায়ককে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, চাঞ্চল্যকর অভিযোগ
এদিকে সোমবার এসএসসি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকার। সোমবার দুপুর তিনটে নাগাদ এই বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে থাকছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৈঠকে ব্রাত্যর পাশাপাশি থাকার কথা রয়েছে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ও স্কুল শিক্ষা দফতরের সচিব স্তরের আধিকারিকদের। থাকতে পারেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিও। সূত্র মারফত খবর মিলেছে, এই বৈঠক থেকে নিয়োগের বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমরাজ বন্দ্য়োপাধ্য়ায়