TRENDING:

SSC Case Update: মেন গেট ভাঙা..বিকাশভবনে তুলকালাম, এবার চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসকে তলব গোয়েন্দা পুলিশের!

Last Updated:

১৫  মে বিকাশভবন অভিযানের দিন সুমন বিশ্বাস উপস্থিত ছিলেন। সামনের সারিতে থেকেই আন্দোলন করেছেন তিনি। পরে ১৭ মে যোগ্য শিক্ষক-শিক্ষিকার অধিকার মঞ্চের সঙ্গে বচসায় জড়ান সুমন বিশ্বাস। তারপর সেখান থেকে বিভক্ত হয়ে যান তিনি। তৈরী করেন আন্দোলনের নতুন টিম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এবার চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসকে তলব করল বিধাননগর গোয়েন্দা পুলিশ। যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, যোগ্য ওয়েটিং, নট কলড ফর ভেরিফিকেশন এবং অনশনকারী মঞ্চের আহ্বায়ক সুমন বিশ্বাস। কীসের জন্য তলব করা হয়েছে সুমনকে? পুলিশের নোটিসে লেখা ১৫ মে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের বিকাশভবন ঘেরাও অভিযানের দিন মেইন গেট ভাঙা ও সরকারি কর্মীদের ছুটির পর বাড়ি ফিরতে বাধা ও পুলিশকর্মীরা কর্মীদের বাড়ি ফিরতে সাহায্য করতে গেলে সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার অপরাধে বেশ কিছু ধারায় আজ বিধাননগর উত্তর থানায় ডেকে পাঠান হয়েছে যোগ্য শিক্ষক,শিক্ষিকা,শিক্ষাকর্মী, যোগ্য ওয়েটিং ,নট কলড ফর ভেরিফিকেশন এবং অনশনকারী মঞ্চের আহ্বায়ক সুমন বিশ্বাসকে।
News18
News18
advertisement

সেদিন (১৫ মে) কী ঘটেছিল বিকাশভবনে? সেই বিবরণ জানতে চায় পুলিশ। এর আগে একাধিক চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের ডেকে পাঠান হয়েছিল বিধাননগর উত্তর থানায়। সুমন বিশ্বাসকে এই প্রথম।

আরও পড়ুন: গ্রেফতারির সন্ধেতেই দুই মাথা একসঙ্গে…৬:২৫-এ কী করছিল মনোজিৎ-জাইব? কার সঙ্গে দেখা করে শলা-পরমর্শ..এবার তদন্ত

১৫  মে বিকাশভবন অভিযানের দিন সুমন বিশ্বাস উপস্থিত ছিলেন। সামনের সারিতে থেকেই আন্দোলন করেছেন তিনি। পরে ১৭ মে যোগ্য শিক্ষক-শিক্ষিকার অধিকার মঞ্চের সঙ্গে বচসায় জড়ান সুমন বিশ্বাস। তারপর সেখান থেকে বিভক্ত হয়ে যান তিনি। তৈরী করেন আন্দোলনের নতুন টিম।

advertisement

কেন বচসা হয়েছিল সেদিন?কেন বচসা হয়েছিল? এই উত্তর পাওয়া যাবে ১৬ মে যখন শুভেন্দু অধিকারী বিকাশভবনের সামনে আসার কথা ঘোষণা হল তখন শুভেন্দু অধিকারীর নাম করে স্লোগান দিয়েছিলেন সুমন বিশ্বাস। বাকিরা আপত্তি করেন কারণ সেদিন রাজনীতিকরা আসলেও দলের পতাকা না নিয়ে বা কোনও রাজনৈতিক ট্যাগ ছেড়েই আসুক এমনই চেয়েছিলেন চাকরিহারারা। সেদিন বামে ও কংগ্রেসের নেতারাও এসেছিলেন।  কে আগে বক্তব্য রাখবে তা নিয়েও বচসা হয়েছিল সুমনের সঙ্গে চিন্ময়দের মঞ্চের।

advertisement

আরও পড়ুন : হঠাৎ হার্ট অ্যাটাকে বাড়ছে মৃত্যু, কারণ কি করোনার ভ্যাকসিন? ICMR এবং AIIMS-এর বিস্তারিত রিপোর্ট প্রকাশ

১৭ মে একটি সংস্থা খাবার দিয়েছিল চাকরিহারাদের। চিন্ময়দের মঞ্চ চেয়েছিল যারা খাবার এনেছেন তারা যদি কোনও রাজনৈতিক দলের হয়ে থাকেন বা না হয়ে থাকেন তাহলে তারা যেন কোনওভাবেই ঘোষণা করতে না যান যে তারা চাকরিহারাদের জন্যে খাবার এনেছেন কিন্তু সুমন বিশ্বাস নিজে মাইক্রোফোন তুলে খাবার যাঁরা এনেছিলেন তাঁদের কথা ঘোষণা করেন। সেখানে আপত্তি করে চাকরিহারা শিক্ষক চিন্ময়ের মঞ্চ। সুমনের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়। সুমনের খারাপ লাগে পরে তিনি সরে দাঁড়ূান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নতুন আন্দোলনের টিম তৈরি করে সেদিন থেকেই প্রথমে বিজেপির সল্টলেকের সদর দফতর ও পরে কংগ্রেসের সদর দফতর ঘুরে নানান কর্মসূচি নিয়েছেন সুমন। আজ ১১ টার সময় বিধাননগর উত্তর থানায় হাজিরা দেবেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস।

বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC Case Update: মেন গেট ভাঙা..বিকাশভবনে তুলকালাম, এবার চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসকে তলব গোয়েন্দা পুলিশের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল