নবম ও দশম, একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগ এবং গ্রুপ সি মামলায় আদালতে হাজিরা দিলেন এসএসসি কর্তা ও আধিকারিক সমরজিৎ আচার্য ও পর্ণা বসু৷ তাঁদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে সিবিআইয়ের তরফে৷ গ্রুপ সি মামলায় গ্রেফতার হয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ, বুধবার নবম ও দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় আইনজীবীর মাধ্যমে আদালতে জামিনের আবেদন করলেন৷
advertisement
আরও পড়ুন: রাশিয়ার তেল-টেল নয়…মোদির উপরে রেগে যাওয়ার ‘আসল’ কারণ এটাই…ফাঁস করলেন আমেরিকার নেতা
এছাড়া, নাইসা এবং নাইসার দুই আধিকারিক নীলাদ্রি দাস ও পঙ্কজ বনশল আদালতের সমন পেয়ে হাজিরা দিয়ে জামিনের আবেদন করেন৷ জামিনের বিরোধিতা করা হয় সিবিআইয়ের তরফে৷ প্রতিটি মামলার ক্ষেত্রে এদের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং চরিত্র আলাদা। সমাজে এর প্রভাব পড়েছে৷ আজ তিনটি মামলায় একাধিক এজেন্ট সাব এজেন্ট যাঁদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, তাঁরা আদালতে হাজিরা দিয়েছেন। জামিনের আবেদন করেন৷ রায়দান স্থগিত৷