China parade: তিয়ানআনমেনে তিন মূর্তি! জিনপিং-পুতিন-কিম...মিলিটারি প্যারেডে কড়া ভূ-রাজনৈতিক বার্তা, ট্রাম্পের পশ্চিমকে

Last Updated:
অন্যদিকে, উত্তর কোরিয়া অন্য দেশে প্রতিনিধি প্রায় পাঠায়ইনা৷ কিন্তু, এখানে চিনে স্বশরীরে কিম জং উমের চলে আসা একটা বিরাট বার্তা৷ জানা গিয়েছে, কিম নিজের মেয়ে কিম জু-ই কে নিয়েই গিয়েছিলেন বেজিংয়ে৷ এই মেয়েই উত্র কোরিয়ার পরবর্তী সর্বময় কর্ত্রী হতে চলেছেন বলে মনে করা হয়৷
1/8
বেজিং: স্থান চিনের তিয়ানমেন স্কোয়ার৷ বেজিংয়ের রাজপথ দিয়ে একের পর এক বাঘাবাঘা যুদ্ধাস্ত্রের প্যারেড চলছে৷ রেড কার্পেট দিয়ে পাশাপাশি হেঁটে যাচ্ছেন এশিয়ার বাঘা বাঘা তিন রাষ্ট্রনেতা- চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার স্বৈরাচারী রাষ্ট্রপ্রধান কিম জং উন৷ চিনের এই ভিক্ট্রি প্যারেড শুধুমাত্র আর ঐতিহাসিক কারণে ঐতিহাসিক থাকল না৷ বরং সাম্প্রতিক কালের মধ্যে স্থানীয় ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমীকরণের ছবি তুবে ধরল৷
বেজিং: স্থান চিনের তিয়ানআনমেনে স্কোয়ার৷ বেজিংয়ের রাজপথ দিয়ে একের পর এক বাঘাবাঘা যুদ্ধাস্ত্রের প্যারেড চলছে৷ রেড কার্পেট দিয়ে পাশাপাশি হেঁটে যাচ্ছেন এশিয়ার বাঘা বাঘা তিন রাষ্ট্রনেতা- চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার স্বৈরাচারী রাষ্ট্রপ্রধান কিম জং উন৷ চিনের এই ভিক্ট্রি প্যারেড শুধুমাত্র আর ঐতিহাসিক কারণে ঐতিহাসিক থাকল না৷ বরং সাম্প্রতিক কালের মধ্যে স্থানীয় ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমীকরণের ছবি তুবে ধরল৷
advertisement
2/8
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ৮০ বছর কেটে গিয়েছে৷ সেই ঐতিহাসিক মুহূর্ত উদযাপন করতে বিরাট প্যারেডের আয়োজন করে থাকে বেজিং৷ কিন্তু, এবারের প্যারেড যেন অন্যরকম৷ বিশেষ করে এদিনের প্যারেডের অতিথি তালিকা নজর কেড়েছে আমেরিকা-সহ পশ্চিমি শক্তির৷ এই প্রথম সর্বসমক্ষে একসাথে দেখা গেল শি জিনপিং, পুতিন এবং কিম জং উনকে৷ AFP
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ৮০ বছর কেটে গিয়েছে৷ সেই ঐতিহাসিক মুহূর্ত উদযাপন করতে বিরাট প্যারেডের আয়োজন করে থাকে বেজিং৷ কিন্তু, এবারের প্যারেড যেন অন্যরকম৷ বিশেষ করে এদিনের প্যারেডের অতিথি তালিকা নজর কেড়েছে আমেরিকা-সহ পশ্চিমি শক্তির৷ এই প্রথম সর্বসমক্ষে একসাথে দেখা গেল শি জিনপিং, পুতিন এবং কিম জং উনকে৷ AFP
advertisement
3/8
ট্রাম্পের রীতিমতো চক্ষুশূল ইরান, কিংবা মায়ানমার৷ সেই ইরানের প্রেসিডেন্ট মসুদ পেজেকশিয়ান এবং মায়ানমারের সেনা প্রধান মিন আঙ হ্লেইং-ও আমন্ত্রিত ছিলেন এদিনের প্যারেড অনুষ্ঠানে৷ তাই তাঁদের উপস্থিতি পশ্চিমকে একটি নির্দিষ্ট বার্তা দিচ্ছে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞেরা৷AFP
ট্রাম্পের রীতিমতো চক্ষুশূল ইরান, কিংবা মায়ানমার৷ সেই ইরানের প্রেসিডেন্ট মসুদ পেজেকশিয়ান এবং মায়ানমারের সেনা প্রধান মিন আঙ হ্লেইং-ও আমন্ত্রিত ছিলেন এদিনের প্যারেড অনুষ্ঠানে৷ তাই তাঁদের উপস্থিতি পশ্চিমকে একটি নির্দিষ্ট বার্তা দিচ্ছে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞেরা৷AFP
advertisement
4/8
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞেরা মনে করছেন, চিন আসলে পশ্চিম নিয়ন্ত্রিত দেশের বাইরে আন্তর্জাতিক সম্পর্ক তৈরিরদ চেষ্টা চালাচ্ছে৷ কারণ, এদিনের অনুষ্ঠানে এক জনও পশ্চিমি নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি৷ শুধুমাত্র স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো এবং সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিককে দেখা গিয়েছে৷ এঁরা অবশ্য আগে থেকেই মস্কো এবং বেজিংয়ের ঘনিষ্ঠ বলে পরিচিত৷AFP
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞেরা মনে করছেন, চিন আসলে পশ্চিম নিয়ন্ত্রিত দেশের বাইরে আন্তর্জাতিক সম্পর্ক তৈরিরদ চেষ্টা চালাচ্ছে৷ কারণ, এদিনের অনুষ্ঠানে এক জনও পশ্চিমি নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি৷ শুধুমাত্র স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো এবং সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিককে দেখা গিয়েছে৷ এঁরা অবশ্য আগে থেকেই মস্কো এবং বেজিংয়ের ঘনিষ্ঠ বলে পরিচিত৷AFP
advertisement
5/8
ক’দিন আগেই চিনের এসসিও সামিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানকে নিমন্ত্রণ জানানো হয়েছিল৷ সেখানে আবার পুতিনের সঙ্গে একই গাড়িতে প্রায় ১ ঘণ্টা আলোচনায় কাটিয়েছেন মোদি৷AFP
ক’দিন আগেই চিনের এসসিও সামিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানকে নিমন্ত্রণ জানানো হয়েছিল৷ সেখানে আবার পুতিনের সঙ্গে একই গাড়িতে প্রায় ১ ঘণ্টা আলোচনায় কাটিয়েছেন মোদি৷AFP\
advertisement
6/8
কেন এই সময়টা গুরুত্বপূর্ণ? রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ এখনও চলছে৷ সেই কারণে, আমেরিকার অন্যতম প্রধান প্রতিপক্ষ চিনের সঙ্গে নৈকট্য প্রদর্শন পুতিনের তরফে একটা বার্তা হিসাবেই মনে করা হচ্ছে৷ AFP
কেন এই সময়টা গুরুত্বপূর্ণ? রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ এখনও চলছে৷ সেই কারণে, আমেরিকার অন্যতম প্রধান প্রতিপক্ষ চিনের সঙ্গে নৈকট্য প্রদর্শন পুতিনের তরফে একটা বার্তা হিসাবেই মনে করা হচ্ছে৷ AFP
advertisement
7/8
অন্যদিকে, উত্তর কোরিয়া অন্য দেশে প্রতিনিধি প্রায় পাঠায়ইনা৷ কিন্তু, এখানে চিনে স্বশরীরে কিম জং উমের চলে আসা একটা বিরাট বার্তা৷ জানা গিয়েছে, কিম নিজের মেয়ে কিম জু-ই কে নিয়েই গিয়েছিলেন বেজিংয়ে৷ এই মেয়েই উত্র কোরিয়ার পরবর্তী সর্বময় কর্ত্রী হতে চলেছেন বলে মনে করা হয়৷ AFP
অন্যদিকে, উত্তর কোরিয়া অন্য দেশে প্রতিনিধি প্রায় পাঠায়ইনা৷ কিন্তু, এখানে চিনে স্বশরীরে কিম জং উমের চলে আসা একটা বিরাট বার্তা৷ জানা গিয়েছে, কিম নিজের মেয়ে কিম জু-ই কে নিয়েই গিয়েছিলেন বেজিংয়ে৷ এই মেয়েই উত্র কোরিয়ার পরবর্তী সর্বময় কর্ত্রী হতে চলেছেন বলে মনে করা হয়৷ AFP
advertisement
8/8
সামরিক শক্তি, কূটনীতি এবং সংশোধনবাদ৷ বেজিং আসলে এই প্যারেডের মাধ্যমে পশ্চিমি নীতি, পশ্চিমি স্মৃতিকেই নিশানা করতে চেয়েছে৷ এই প্যারেডের মাধ্যমে রাশিয়ার সঙ্গে নতুন সমীকরণেরই আরও বেশি করে বিজ্ঞাপন দিতে চেয়েছে বেজিং৷AFP
সামরিক শক্তি, কূটনীতি এবং সংশোধনবাদ৷ বেজিং আসলে এই প্যারেডের মাধ্যমে পশ্চিমি নীতি, পশ্চিমি স্মৃতিকেই নিশানা করতে চেয়েছে৷ এই প্যারেডের মাধ্যমে রাশিয়ার সঙ্গে নতুন সমীকরণেরই আরও বেশি করে বিজ্ঞাপন দিতে চেয়েছে বেজিং৷AFP
advertisement
advertisement
advertisement