নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এই ক্যাম্পে ভোটার তালিকায় নাম তোলার জন্য প্রয়োজনীয় বিভিন্ন ফর্ম বিলি করা হবে। পাশাপাশি, ফর্ম কীভাবে সঠিকভাবে পূরণ করতে হবে, কোন কোন নথি লাগবে, এবং পুরো প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন করতে হবে— সে বিষয়েও বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হবে। অর্থাৎ, শুধুমাত্র ফর্ম দেওয়াই নয়, ভোটার হওয়ার সম্পূর্ণ প্রক্রিয়ায় হাতে-কলমে সহায়তা করা হবে।
advertisement
আরও পড়ুন: ৪ বছর পরে একদিনের ক্রিকেট র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে কিং কোহলি! সরিয়ে দিলেন সতীর্থকেই
এই গুরুত্বপূর্ণ ক্যাম্পে খোদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল উপস্থিত থাকবেন বলে জানা গেছে। তাঁর উপস্থিতি এই উদ্যোগের গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে। মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্টভাবে জানিয়েছেন, যাঁরা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছেন এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে ইতিমধ্যেই নাগরিকত্ব অর্জন করেছেন, তাঁদের প্রত্যেকেরই ভোটাধিকার পাওয়া সাংবিধানিক অধিকার— এবং সেই অধিকার নিশ্চিত করতেই নির্বাচন কমিশন বদ্ধপরিকর।
আরও পড়ুন: শচীনের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন বিরাট! একমাত্র ভারতীয় ব্যাটার হিসাবে নজির কোহলির
নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গেছে, মায়াপুর ইসকনের এই ক্যাম্পটি একটি সূচনা মাত্র। ধীরে ধীরে রাজ্যের বিভিন্ন এলাকাতেও একই ধরনের ক্যাম্পের আয়োজন করা হবে, যাতে কোনও যোগ্য নাগরিক ভোটাধিকার থেকে বঞ্চিত না হন। নাগরিকত্ব পাওয়ার পরও অনেক ক্ষেত্রে তথ্যের অভাব বা প্রক্রিয়াগত জটিলতার কারণে ভোটার তালিকায় নাম ওঠে না— সেই সমস্যার সমাধান করতেই নির্বাচন কমিশনের এই বিশেষ উদ্যোগ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
