TRENDING:

Bisarjan: বিসর্জনে বাড়তি নজর! ৭ টি ঘাটে ওয়াচ টাওয়ার, বৃষ্টি হলে কী হবে? ‘প্রস্তুতি’ জানিয়ে দিলেন ফিরহাদ

Last Updated:

Durga Puja 2025: প্রতিমা নিরঞ্জনকে কেন্দর করে এবছরও গঙ্গার ঘাটগুলিতে নিরাপত্তায় বাড়তি নজর রাজ‍্যের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রতিমা নিরঞ্জনকে কেন্দর করে এবছরও গঙ্গার ঘাটগুলিতে নিরাপত্তায় বাড়তি নজর রাজ‍্যের। ঘাটগুলিতে নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বাগবাজার, বাজে কদমতলা, গোয়ালিয়র ও নিমতলা ঘাটে মোতায়েন রয়েছে বিপর্যয় মোকাবিলা দল। সাতটি গুরুত্বপূর্ণ ঘাটে তৈরি হয়েছে নজর মিনার (ওয়াচ টাওয়ার), যেখান থেকে চলবে টানা নজরদারি। প্রতিটি ঘাটে এক একটি পুলিশ দল মোতায়েন থাকবে, নেতৃত্ব দেবেন ডিসি, এসি এবং ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিকেরা।
বিসর্জনে বাড়তি নজর! ৭ টি ঘাটে ওয়াচ টাওয়ার, বৃষ্টি হলে কী হবে? ‘প্রস্তুতি’ জানিয়ে দিলেন ফিরহাদ
বিসর্জনে বাড়তি নজর! ৭ টি ঘাটে ওয়াচ টাওয়ার, বৃষ্টি হলে কী হবে? ‘প্রস্তুতি’ জানিয়ে দিলেন ফিরহাদ
advertisement

মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘পুরসভা সব রকম প্রস্তুতি নিয়েছে। বিপর্যয় মোকাবিলা দলও প্রস্তুত রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ হলেও যাতে প্রতিমা বিসর্জনে অসুবিধা না হয়, সে বিষয়ে আমাদের বিশেষ নজর আছে।’’

আরও পড়ুন: ৫০০ বছর পর হঠাত্‍ মিলল ‘ভুতুড়ে জাহাজ’! বালি খুঁড়তেই ঝরে পড়তে লাগল তাল তাল সোনা-রূপোর টাকা, আসল ঘটনা জানলে গায়ে কাঁটা দেবে

advertisement

এদিন সন্ধ্যায় কলকাতা পুর কমিশনার ধবল জৈনকে সঙ্গে নিয়ে মেয়র ফিরহাদ হাকিম বাজেকদমতলা ঘাট পরিদর্শন করেন। দুর্যোগের আশঙ্কা মাথায় রেখে নবমীর দুপুরেই পুর কমিশনার ধবল জৈনের নেতৃত্বে জরুরি বৈঠকও হয়। সিদ্ধান্ত নেওয়া হয়, প্রতিটি গুরুত্বপূর্ণ ঘাটে এক জন করে এগ্‌জ়িকিউটিভ ইঞ্জিনিয়ার দায়িত্বে থাকবেন। বিসর্জনের সময় সার্বিক তদারকি করবেন তাঁরা।

আরও পড়ুন: জঙ্গলে পাথর চাপা দেওয়া শিশু, প্রবল কান্না, গায়ে উঠেছে পিঁপড়ে! চাকরি বাঁচাতে…কেন সদ‍্যজাতকে ফেলে এল পাষণ্ড শিক্ষক বাবা, মা?

advertisement

পাশাপাশি, ঘাটচত্বরে থাকবেন সাফাইকর্মীরা। প্রতিটি ঘাটে আলো, অ্যাম্বুল্যান্স ও জরুরি পরিষেবার বন্দোবস্ত করা হয়েছে। পাশাপাশি মেয়র জানিয়েছেন, হুগলি নদীর জল যাতে দূষিত না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Bisarjan: বিসর্জনে বাড়তি নজর! ৭ টি ঘাটে ওয়াচ টাওয়ার, বৃষ্টি হলে কী হবে? ‘প্রস্তুতি’ জানিয়ে দিলেন ফিরহাদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল