TRENDING:

Sovabazar Rajbari : নিয়ম মেনে উল্টোরথে দুর্গোৎসবের কাঠামো পুজো, দুর্গাপুজোয় বন্ধ হচ্ছে ২৩১ বছরের প্রাচীন রীতি

Last Updated:

সোমবার উল্টো রথ অনুষ্ঠিত হল শোভাবাজার রাজবাড়ির (Sovabazar Rajbari) ছোট তরফে ৷ সেইসঙ্গে পালিত হল দুর্গোৎসবের কাঠামোপুজোর প্রাচীন রীতি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : সোমবার উল্টো রথ অনুষ্ঠিত হল শোভাবাজার রাজবাড়ির (Sovabazar Rajbari) ছোট তরফে ৷ সেইসঙ্গে পালিত হল দুর্গোৎসবের কাঠামোপুজোর প্রাচীন রীতি ৷ পারিবারিক মিলনোৎসবে সনাতনী ঐতিহ্যের পাশাপাশি পালিত হল সব কোভিডবিধি ৷
advertisement

শোভাবাজার রাজ পরিবারের ছোট তরফ হল রাজা নবকৃষ্ণ দেবের নিজের ছেলে রাজা রাজকৃষ্ণ দেবের উত্তরশাখা ৷ প্রায় জীবন উপান্তে পৌঁছে পুত্রসন্তানের পিতা হন রাজা নবকৃষ্ণ ৷ ছেলের নামকরণ করা হয় রাজকৃষ্ণ ৷ তার আগে অগ্রজপুত্র গোপীমোহনকে দত্তক নিয়েছিলেন রাজা নবকৃষ্ণ ৷ সেই শাখা পরিচিত ‘বড় তরফ’ নামে ৷ তাঁদের শাখায় দুর্গোৎসবের কাঠামোপুজো হয় সোজা রথযাত্রার তিথিতে ৷

advertisement

ছোট তরফের প্রবীণ সদস্য অলককৃষ্ণ দেব জানালেন, ‘‘আমাদের পরিবারে কাঠামো হিসেবে পুজো করা হয় একটি বাঁশকে ৷ পরে সেই বাঁশ দিয়ে তৈরি করা হয় দেবী দুর্গার ডান পা ৷ ১৭৯০ খ্রিস্টাব্দ থেকে এই রীতি পালিত হয়ে আসছে৷’’

advertisement

১৭৯০ খ্রিস্টাব্দেই শোভাবাজার রাজবাড়ির ছোট তরফে দুর্গোৎসব শুরু হয় ৷ বড় তরফে অবশ্য পুজো শুরু হয়েছিল ১৭৫৭ খ্রিস্টাব্দে ৷ মতান্তরে যাকে কলকাতার প্রথম দুর্গোৎসব বলে ধরে নেওয়া হয় ৷

পরিবারের নিজস্ব রথ মহারাজা নবকৃষ্ণদেবের আমলের ৷ রথযাত্রার দিন ছোট্ট রথটিকে ফুল ও মালায় সাজিয়ে তাতে নারায়ণশিলা বসানো হয় সিংহাসন-সহ ৷ প্রাচীন এই পরিবারের রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রা থাকেন না ৷ তাঁদের প্রতীকস্বরূপ বিরাজ করেন শালগ্রাম শিলা ৷ বছরে শুধু রথযাত্রার দিনই শালগ্রাম শিলাকে স্পর্শ করার অনুমতি পেতেন এই পরিবারের সদস্যরা ৷ কিন্তু করোনা ভাইরাসের জন্য গত বছর থেকে সেই রীতি বন্ধ ৷ এ বছরও শালগ্রাম শিলা স্পর্শ করার অনুমতি পাননি রাজপরিবারের সদস্যরা৷

advertisement

গত বছর আরও একটি জিনিস হয়েছে রাজবাড়ির ছোট তরফের পুজোয় ৷ যার ফলে এ বছর থেকে বন্ধ হয়ে যাচ্ছে আরও একটি প্রাচীন প্রথা, ছাগবলি ৷ অলককৃষ্ণ দেবের কথায়, ‘‘গত বছর বলির সময় বাধা পড়েছিল ৷ তাই এ বছর থেকে ছোট তরফের দুর্গাপুজোয় আর ছাগবলি হবে না ৷’’ প্রসঙ্গত বড় তরফের পুজোয় বহু বছর আগেই বন্ধ হয়ে গিয়েছে ছাগবলির প্রথা ৷ পাশাপাশি, সরকারি নিষেধাজ্ঞায় দু’ দশক আগে বন্ধ হয়ে গিয়েছে এই পরিবারের দুর্গোৎসবের দশমী তিথিতে নীলকণ্ঠ পাখি ওড়ানোর প্রথাও৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

প্রচলিত বিশ্বাস বলে, নীলকণ্ঠ পাখি কৈলাসে উড়ে গিয়ে মহাদেবকে খবর দেন, উমা ফিরছেন ৷ তার আগে দেবীপক্ষে উমার তাঁর নিজের বাড়িতে আগমনের খবর দেয় নীল আকাশে সাদা মেঘের ভেলা ৷ সেই পেঁজা মেঘের নীচেই শোভাবাজার রাজবাড়ির ঠাকুরদালানে ঢাকে কাঠি পড়ে গেল ৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sovabazar Rajbari : নিয়ম মেনে উল্টোরথে দুর্গোৎসবের কাঠামো পুজো, দুর্গাপুজোয় বন্ধ হচ্ছে ২৩১ বছরের প্রাচীন রীতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল