TRENDING:

South Calcutta Law College Case: গ্রেফতারির সন্ধেতেই দুই মাথা একসঙ্গে...৬:২৫-এ কী করছিল মনোজিৎ-জাইব? কার সঙ্গে দেখা করে শলা-পরামর্শ..এবার তদন্ত

Last Updated:

এছাড়া, ঘটনার সময় অপর অভিযুক্ত জাইব যে মেডিসিন শপে ইনহেলার কিনতে গিয়েছিল, তার CCTV ফুটেজেও পরীক্ষা করে দেখা হয়েছে৷ ওই ওষুধের দোকানের মালিক জানিয়েছেন, জাইব নগদ এবং ইউপিআই দু’ভাগে ইনহেলারের টাকা দিতে চেয়েছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণ কাণ্ডের তদন্তে ইতিমধ্যেই তদন্ত করছে কলকাতা পুলিশের ৯ সদস্যের বিশেষ তদন্তকারী দল৷ জানা গিয়েছে, ঘটনার পরের দিন সকালে কলেজের নয়না চট্টোপাধ্যায়কে ফোন করেছিল মূল অভিযুক্ত মনোজিৎ৷ তদন্তকারীরা তিন অভিযুক্তেরই মোবাইল ফোনের কল ডিটেলস রেকর্ড (সিডিআর) ক্রস চেক করছে৷ এই বিষয়ে বার্তাসংস্থা পিটিআই-কে এক তদন্তকারী নাকি বলেন, ‘‘আমরা দেখতে পেয়েছি ঘটনার পরদিন সকালে মনোজিতের নম্বর থেকে কলেজের ভিপিকে ফোন করা হয়।’’ পাশাপাশি, পুলিশ একটি ওষুধের দোকানের সিসিটিভি ফুটেজও উদ্ধার করেছে। সেখানে অভিযুক্ত জাইব আহমেদকে দেখা গিয়েছে। সে সেখানে ইনহেলার কিনতে গিয়েছিল। এবার জাইব ও মনোজিতের গতিবিধির আরেক তথ্য হাতে এসেছে তদন্তকারীদের৷
News18
News18
advertisement

গত ২৬ জুন সন্ধ্যায় তালবাগান ক্রসিংয়ের কাছে সিদ্ধার্থশঙ্কর শিশু রায় উদ্যানের সামনে থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এক জনকে এবং ৭টা ৩৫ মিনিটে জাইব ও প্রমিতকে গ্রেফতার করে পুলিশ। এই দু’জনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে রাত সাড়ে ১২টা নাগাদ বাড়ি থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত মনোজিৎকে।

এবার জানা গিয়েছে, গ্রেফতারির সন্ধ্যায় ফার্ণ রোডে কোনও একজনের সাথে দেখা করতে গিয়েছিলেন মনোজিৎ ও জইব? কে সেই ব্যক্তি? জানতে মরিয়া বিশেষ তদন্তকারী দল সিট-এর তদন্তকারীরা৷ বালিগঞ্জ স্টেশনের কাছে ফার্ন রোডে মনোজিৎ ও জইব সেদিন একসঙ্গেই ছিল৷ সন্ধ‍্যা ৬টা ২৫ মিনিটে টিএল ফার্ন রোডের কাছে মনোজিৎ ও জইবের গতিবিধি লক্ষ্য করা গিয়েছে৷ কার সাথে দেখা করতে গিয়েছিলেন দু’জন? তিন অভিযুক্তকে একসাথে বসিয়েই বেশ কিছু বিষয় নিয়ে জেরা করতে চাইছেন সিটের সদস্যরা৷

advertisement

আরও পড়ুন : হঠাৎ হার্ট অ্যাটাকে বাড়ছে মৃত্যু, কারণ কি করোনার ভ্যাকসিন? ICMR এবং AIIMS-এর বিস্তারিত রিপোর্ট প্রকাশ

এছাড়া, ঘটনার সময় অপর অভিযুক্ত জাইব যে মেডিসিন শপে ইনহেলার কিনতে গিয়েছিল, তার CCTV ফুটেজেও পরীক্ষা করে দেখা হয়েছে৷ ওই ওষুধের দোকানের মালিক জানিয়েছেন, জাইব নগদ এবং ইউপিআই দু’ভাগে ইনহেলারের টাকা দিতে চেয়েছিল৷

advertisement

প্রথম দফা জবরদস্তির সময় নির্যাতিতার প্যানিক অ্যাটাক হয় বলে অভিযোগ পত্রে জানিয়েছিলেন ওই ছাত্রী৷ সেই সময় জাইবকে দিয়ে ইনহেলার কিনতে পাঠায় মনোজিৎ৷ পরে ইনহেলার নিয়ে সুস্থ হওয়ার পরেও নির্যাতিতাকে বেরতে দেওয়া হয়নি কলেজ থেকে৷ বরং তাকে জোর করে কলেজে ঢুকিয়ে গার্ডরুমে নিয়ে গিয়ে চলে অত্যাচার৷

আরও পড়ুন : ‘শরীরে নখের টাটকা আঁচড়’! কেমন সেই ক্ষত…কসবা কাণ্ডে আদালতে নস্যাৎ হয়ে যেতে পারে মনোজিতের যাবতীয় দাবি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

যদিও আদালতে মনোজিতের আইনজীবী দাবি করেছেন, ধর্ষণ নয়, সেদিন যা হয়েছিল উভয়পক্ষের সম্মতিক্রমেই হয়েছিল৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
South Calcutta Law College Case: গ্রেফতারির সন্ধেতেই দুই মাথা একসঙ্গে...৬:২৫-এ কী করছিল মনোজিৎ-জাইব? কার সঙ্গে দেখা করে শলা-পরামর্শ..এবার তদন্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল