এর আগে বিসিসিআই প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর সৌরভকে শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় নিউজ 18 বাংলা-কে এক সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছিলেন, ‘মুখ্যমন্ত্রী আমার খুব কাছের। আমার দিদিই উনি। চিফ মিনিস্টার পরে, আগে আমার দিদি। ওঁর শুভেচ্ছা পেয়েছি। আমি ওঁকে প্রচণ্ড শ্রদ্ধা করি। খুব ভালোবাসি।’ এরপর বিসিসিআই সভাপতি পদে সৌরভের ফের বসা নিয়ে জটিলতা তৈরি হলে আসরে নামেন মমতা। রীতিমতো তোপ দাগেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। অপরদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আর্জি জানান, আইসিসি-তে সৌরভকে জায়গা দেওয়া হয়।
advertisement
আরও পড়ুন: হঠাৎ আদালতে সৌমিত্র খাঁ-সুজাতা! বিচারকের কাছে জানালেন, 'সম্পর্ক শেষ'
সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে ফের নবান্নে যান সৌরভ। সৌরভকে মুখ্যমন্ত্রী ডেকে পাঠিয়েছিলেন বলে খবর। সৌরভের দাবি, ব্যক্তিগত কাজে মুখ্যমন্ত্রীর কাছে এসেছেন তিনি।
আরও পড়ুন: রাতে হাঁটতে গিয়ে আর বাড়ি ফিরলেন না গৃহশিক্ষক, রাস্তায় পড়ে দেহ! কী ঘটল আসলে?
সম্প্রতি বিসিসিআইয়ের সভাপতির পদ থেকে সরে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও রাজ্যের একাধিক অনুষ্ঠানে বারবারই সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা যাচ্ছে। আর এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ঘিরে জল্পনা চরমে। নবান্নে এদিন চারটে নাগাদ এসে পৌঁছান সৌরভ। প্রায় ২০ মিনিট কথা হয় দুজনের। সূত্রের খবর, সিএবি-র জমি বিষয়ে দুজনের মধ্যে কথা হয়ে থাকতে পারে।