আরও পড়ুন: সব্যসাচী কেন তৃণমূলে? উত্তর দিলেন দিলীপ ঘোষ! 'বাবুল-হীন' আসানসোল নিয়ে আত্মবিশ্বাসী?
গতকাল থেকেই শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল সৌরভের। তাঁকে যে অ্যান্টিবডি ককটেল দেওয়া হয়েছিল, তা অনেকটাই কাজে দিয়েছে বলে অভিমত চিকিৎসকদের। বিসিসিআই প্রেসিডেন্টের রুম এয়ারে অক্সিজেন স্ট্যাচুরেশনের মাত্রা স্বাভাবিক রয়েছে। গত ৩ দিন ধরে নতুন করে আর জ্বর আসেনি সৌরভের। বুধবার পর্যন্ত যে সর্দি এবং নাক বন্ধ ভাব ছিল, সেটাও অনেকটা কমেছে। এমনকী শারীরিক একটা অস্বস্তি যে কাজ করছিল, তাও আর নেই। আর এই সুযোগেই বৃহস্পতিবার টানা ভারত-দক্ষিণ আফ্রিকা খেলা দেখছেন বিসিসিআই প্রেসিডেন্ট। ভারত সাউথ আফ্রিকা ম্যাচের দিকেই মহারাজের চোখ রয়েছে দিনভর।
advertisement
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ঘনঘন ফোন আসতে থাকায় কিছুটা হলেও বিরক্ত হয়েছেন মহারাজ। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দফতর থেকে ফোন করে সৌরভের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়েছে। 'দাদা'কে ফোন করেছেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনও।
আরও পড়ুন: বর্ষবরণের উৎসব, সকাল থেকেই কড়াকড়ি প্রতি মেট্রো স্টেশনে
গত সোমবার (২৭ ডিসেম্বর) রাতেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। ওইদিনই অসুস্থতার কারণে তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েকদিন ধরে হালকা সর্দি কাশিতে ভুগছিলেন তিনি। গত সোমবার শ্যুটিংয়ের ফাঁকেই হালকা অসুস্থ বোধ করেন তিনি। এরপর শ্যুটিং বাতিল করে দুবার করোনা পরীক্ষা করান সৌরভ। দুবারই রিপোর্ট পজিটিভ আসে।