পরিবেশবিদদের অভিযোগ, বাতাসের গুণ পরিমাপ যন্ত্র বিকল হওয়াতেই এই বিপত্তি। কলকাতায় স্বয়ংক্রিয় এয়ার কোয়ালিটি মনিটরিং স্টেশনের সংখ্যা ৭টি। ফোর্ট উইলিয়াম, ভিক্টোরিয়া, যাদবপুরে মনিটরিং হচ্ছে কিন্তু, অভিযোগ, কাজ করছে না রবীন্দ্র সরোবর, বালিগঞ্জ, রবীন্দ্রভারতী, বিধাননগরের যন্ত্র। ফলে জানা যাচ্ছে না কলকাতায় বায়ু দূষণের সঠিক মাত্রা। পরিবেশমন্ত্রী রত্না দে নাগ জানিয়েছেন, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
আরও পড়ুন - কোনও বিধায়ক লড়ছেন না, নতুনদের সুযোগ, পুরসভার প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের
দেশের বিভিন্ন শহরের বাতাসে গুণমান পরিমাপের তথ্য মেলে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের পোর্টালে। অভিযোগ, গত ৪ দিন ধরে সেই পোর্টালে কলকাতার কোনও তথ্যই নেই।বাতাসের গুণগত মানের এই তথ্যের ওপর অনেকটাই নির্ভর করেন স্বাস্থ্য গবেষক থেকে জনস্বাস্থ্য আধিকারিকরা। তাঁরা পড়েছেন সমস্যায়। পরিবেশ প্রযুক্তিবিদ সোমেন্দ্র মোহন ঘোষ বলেন, 'দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পোর্টালে সঠিক তথ্য না আসায় শহরের বাতাসে কতোটা বিষ রয়েছে তা জানা যাচ্ছে না। কলকাতার বিভিন্ন প্রান্তে লাগানো ডিসপ্লে বোর্ডেও সঠিক তথ্য অমিল'। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অবশ্য দাবি, 'প্রযুক্তিগত সমস্যার কারণেই পোর্টালে তথ্য তুলতে সমস্যা হচ্ছে। যন্ত্রের কোনও সমস্যা নেই'।
আরও পড়ুন: ভিতরে ভর্তি যাত্রী, ধর্মতলার মোড়ে এসেই উল্টে গেল বাস! হাড়হিম ভিডিও প্রকাশ্যে
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স পোর্টালে কলকাতার বেশ কিছু এলাকার বাতাসের গুণমান দেখতে গিয়ে 'NO DATA AVAILABLE' এই তথ্য সামনে আসছে। কোনও কোনও ক্ষেত্রে 'INSUFFICIENT DATA FOR COMPUTING AQI' এমন তথ্যও সামনে আসছে। বাতাসের গুণমান পরিমাপক স্টেশনে চব্বিশ ঘন্টা স্বয়ংক্রিয় পদ্ধতিতে এয়ার কোয়ালিটি পরিমাপ হয়। প্রতি এক ঘন্টা অন্তর দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পোর্টালে আপলোড হয় বাতাসের গুণমান। বাতাসে দূষণ কতটা? তাও জানা যায় পোর্টালের তথ্য অনুযায়ী। সেই তথ্যও বর্তমানে মিলছে না বলে অভিযোগ। পরিবেশবিদ ও শহরের নাগরিকদের আর্জি, অবিলম্বে এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিক। এখন দেখার, কতদিনে সমস্যার সমাধান হয়।
VENKATESWAR LAHIRI