West Bengal Municipal Election 2022: কোনও বিধায়ক লড়ছেন না, নতুনদের সুযোগ, পুরসভার প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
West Bengal Municipal Election 2022: একই পরিবার থেকে একাধিক মানুষকে সুযোগ না দিয়ে প্রাধান্য দেওয়া হয়েছে তরুণ প্রার্থীদের দিকে। সামান্য কয়েকটি কেন্দ্রে প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি, সেগুলিও কয়েকদিন মধ্যে ঘোষিত হবে।
#কলকাতা: রাজ্যের ১০৭টি পুরসভা ভোটের (West Bengal Municipal Election 2022) প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। শুক্রবার সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্যরা। প্রার্থী তালিকায় (West Bengal Municipal Election 2022) শুধু বাদ রাখা হয়েছে দার্জিলি পুরসভাকে। সেটি পরবর্তীতে ঘোষণা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের তরফ থেকে।
শুক্রবার পার্থ চট্টোপাধ্যায় প্রার্থী তালিকা প্রকাশ করে জানিয়েছেন, এ বারের পুর নির্বাচনে কোনও বিধায়ক লড়াই করছেন না (West Bengal Municipal Election 2022)। পাশাপাশি, একই পরিবার থেকে একাধিক মানুষকে সুযোগ না দিয়ে প্রাধান্য দেওয়া হয়েছে তরুণ প্রার্থীদের দিকে। সামান্য কয়েকটি কেন্দ্রে প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি, সেগুলিও কয়েকদিন মধ্যে ঘোষিত হবে। যাঁরা জয়ী কাউন্সেলর আছেন, তাঁদের বেশিরভাগকেই প্রার্থী করা হয়েছে, পাশাপাশি এসেছে অনেক তরুণ মুখ। নবীন ও প্রবীণের সমন্বয়ে এই প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে, বলেছেন পার্থ চট্টোপাধ্যায়।
advertisement
advertisement
পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, জেলার নেতৃত্ব ও বিধায়করা বিভিন্ন মহল থেকে প্রার্থীদের নাম প্রস্তাব করে পাঠিয়েছিলেন। সেগুলি রাজ্য স্তরে পর্যালোচনা করা হয়েছে, শেষে চূড়ান্ত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অনুমতি দিয়েছেন। আমরা প্রচারে রাজ্যের উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা তৃণমূলের প্রার্থীদের সর্বস্তরে জয়যুক্ত করার আহ্ববান জানাচ্ছি।
advertisement
আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভার নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। ৯ তারিখের মধ্যে প্রার্থীদের মনোনয়ন জমা দিতে হবে। পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, স্থানীয় স্তরের নির্বাচন এটি। আমাদের স্থানীয় স্তরে প্রস্তুতি অনেকদিন ধরেই আছে।
advertisement
Abir Ghosal
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 04, 2022 4:21 PM IST