সবই হল পুরসভার অন্দরে ভয়টাই কাটল না। গেল কোথায় সেই সাপ! বৃহস্পতিবার সাপের ছবি দেখে যদিও বিষহীন সাপ বলছেন চিড়িয়াখানার জু-কিপার সোমনাথ দেবনাথ। তবু আতঙ্ক কাটছে না পৌরসভার কর্মীদের। মঞ্জু বিশ্বাস পুরকর্মী বলেন, ভয়ে পা তুলে কাজ করছি। হরিশংকর রাম পুরকর্মী বলেন, আতঙ্ক কত রয়েছে। যে কোনও জায়গায় দেখা যেতে পারে। আর সব দেখলে তো ভয় হবেই। বুধবার কলকাতা পুরসভায় অতীন ঘোষের অফিস ঘরে সাপের আতঙ্ক! মেয়র পারিষদ হিসেবে স্বাস্থ্যবিভাগের অফিস ঘরে সাপের দেখা মিলেছিল।
advertisement
আরও পড়ুন: ট্রেন অবরোধে রণক্ষেত্র অশোকনগর, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে অজস্র লোকাল ট্রেন! কী ঘটেছে?
সেই পুরনো ঘর তন্নতন্ন করে খুঁজেও কোনও সাপ উদ্ধার করতে পারেনি বন দফতরের কর্মীরা। বৃহস্পতিবার ফের সাপের দেখা মিলল। এবার পুরসভার কাউন্সিলর ক্লাব রুমের বারান্দায়। বুধবার সাপের ছবি তোলা না গেলেও বৃহস্পতিবার সেই সাপের ছবি সামনে এল। এই দুটো সব এক কিনা সেটা নিয়েও রয়েছে ধন্দ্ব। অতীন ঘোষের ঘরের পুরসভা কর্মী বাসু বলেন, গতকাল সব দেখেছিলাম শুক্রবার দেখতে পাইনি। ৩৮ বছর কলকাতা পৌরসভায় চাকরি করেছেন বর্তমান রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মেয়রের ঘরের সামনে রাতের বেলা প্যাঁচার দর্শন পেয়েছেন। কিন্তু সাপ কখনও দেখেননি বলে জানালেন শোভনদেব চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: শারীরিক মিলনের ঠিক আগে ও পরে কি প্রস্রাব করা উচিত? জানুন চিকিৎসকের মত! ‘এই’ ভুলেই নষ্ট কত পরিবার
শতবর্ষ প্রাচীন ঐতিহ্যপূর্ণ এই পুরসভার বিল্ডিংয়ে ইঁদুরের আতঙ্ক নতুন নয়। নানান আকারের ও প্রকারের ইঁদুরের দেখা মিলেছে। এবার পরপর দুদিন সাপের দেখা মেলায় আতঙ্ক পুরকর্মীদের। শতবর্ষ প্রাচীন ঐতিহ্যপূর্ণ এই পুরসভার বিল্ডিংয়ে ইঁদুরের আতঙ্ক নতুন নয়। নানান আকারের ও প্রকারের ইঁদুরের দেখা মিলেছে। এবার পরপর দুদিন সাপের দেখা মেলায় আতঙ্ক পুরকর্মীদের।
বিশ্বজিৎ সাহা