Rail Aborodh: ট্রেন অবরোধে রণক্ষেত্র অশোকনগর, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে অজস্র লোকাল ট্রেন! কী ঘটেছে?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Rail Aborodh Local Train: বনগাঁ শিয়ালদহ শাখার আপ লাইনে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে ট্রেন চলাচল বন্ধ। অবরোধকারীদের হাঁটাতে লাঠিচার্জ পুলিশের, যাত্রীদের হাতে আক্রান্ত এক পুলিশ কর্মীও।
অশোকনগর: বনগাঁ শিয়ালদহ শাখার আপ লাইনে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে ট্রেন চলাচল বন্ধ। অবরোধকারীদের হাঁটাতে লাঠিচার্জ পুলিশের, যাত্রীদের হাতে আক্রান্ত এক পুলিশ কর্মীও। ট্রেন যাত্রীদের মারে রক্তাক্ত অশোকনগর থানার এক সাব ইন্সপেক্টর। আটক বেশ কয়েক জন যাত্রী।
ট্রেনের যাত্রাপদ বদল হয়েছে বনগাঁ মাঝেরহাট লাইনে, লোকাল বন্ধ করে দেওয়া হয়েছে। বনগাঁ বারাসাত লোকাল পরিবর্তন করে আগের যাত্রা পথ রাখতে হবে এই দাবিতে অশোকনগরের ট্রেন অবরোধ হয় শুক্রবার সকাল থেকে।
আরও পড়ুন: কেউ বলে বাবু-কেউ বলে বৌ! সস্তার এই শাক আসলে খুবই ‘দামি’, রোজ খেলে স্থায়ী হবে যৌবন-জৌলুস! জানুন
এই মুহূর্তে অশোকনগরে শিয়ালদহ বনগাঁ শাখার আপ ডাউনের ট্রেন চলাচল বন্ধ। বন্ধ রয়েছে যশোর রোড। রেল অবরোধকারীদের দাবি সকালে বনগাঁ মাঝেরহাট যে ট্রেন রয়েছে সেই ট্রেনটি পুজোর আগে থেকে বনগাঁ টু বারাসাত করে দেওয়া হয়েছে। অবরোধকারীদের দাবি, বনগাঁ টু মাঝেরহাট লোকাল করতে হবে বারবার রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রেল কর্তৃপক্ষ যাত্রীদের অনুরোধ না মানায় তারই প্রতিবাদে এই বনগাঁ শিয়ালদহ শাখার অশোকনগর রেলস্টেশনে অবরোধ করেন যাত্রীরা।
advertisement
advertisement
আরও পড়ুন: শারীরিক মিলনের ঠিক আগে ও পরে কি প্রস্রাব করা উচিত? জানুন চিকিৎসকের মত! ‘এই’ ভুলেই নষ্ট কত পরিবার
আপ লাইনের ট্রেন থেকে এক যাত্রী এই অবরোধের প্রতিবাদ করলে, অবরোধকারীরা রীতিমতো তেড়ে যায় ওই ট্রেন যাত্রীকে মারধর করার জন্য। রেল পুলিশের পক্ষ থেকে বাঁধা দিতে এলে রীতিমতো রেল পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন অবরোধকারীরা।
advertisement
জিয়াউল আলম
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 15, 2024 10:14 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rail Aborodh: ট্রেন অবরোধে রণক্ষেত্র অশোকনগর, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে অজস্র লোকাল ট্রেন! কী ঘটেছে?