পুরোনো স্কুলবাড়িতে পড়েছে নানা রঙের প্রলেপ। তৈরি হয়েছে আধুনিক, স্মার্ট ক্লাসরুম। বাচ্চাদের মনভোলানো সরঞ্জামে সজ্জিত প্লে-গ্রাউন্ডও। ধাপার কাছারিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের এখন পোশাকি নাম বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়।কর্পোরেট সোসাল রেসপন্সিবিলিটি বা সিএসআর ফান্ডের টাকায় স্কুলগুলি সংস্কার করা হচ্ছে। লায়ন্স ক্লাবের সঙ্গে যৌথ উদ্যোগে কলকাতা পৌরসভার প্রাইমারি স্কুল এখন স্মার্ট স্কুল। ধাপার স্কুল দিয়ে শুরু হলেও আরও স্কুলবাড়িকে আধুনিক মানের গড়ে তোলা হবে।
advertisement
আরও পড়ুন: 'অর্পিতা কে?', আর পার্থ চট্টোপাধ্যায়...অবশেষে মুখ খুললেন মোনালিসা! তোলপাড় বাংলা
বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ে মর্নিং, ডে এবং ইভিনিং এই তিনটি শিফটে প্রাথমিক স্কুল চলে। হিন্দি বাংলা এবং ওড়িয়া তিনটি ভাষায় শিক্ষাদান করা হয় এই স্কুলে। স্কুলবাড়িগুলি বাচ্চাদের কাছে আকর্ষণীয় করে তোলার পাশাপাশি ই-লার্নিংয়ের উপর জোর দেওয়া হবে। থাকবে স্মার্ট টিভি।কলকাতা পুরসভার মেয়র পরিষ দ শিক্ষা সন্দীপন সাহা বলেন, প্রাথমিকভাবে লায়ন্স ক্লাবের সহযোগিতায় কলকাতা পৌরসভার ধাপার কাছারিপাড়া প্রাথমিক স্কুলকে স্মার্ট বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ে উন্নীত করা হয়েছে। চলতি আর্থিক বছরে এভাবেই বিভিন্ন সংস্থা সহযোগিতা করলে আরও ১০ থেকে ১২ টি প্রাথমিক বিদ্যালয় ভবনকে স্মার্ট স্কুলের উপহার দেবে কলকাতা পৌরসভা।
আরও পড়ুন: 'এসএসসি কাণ্ডে নষ্ট হতে পারে সাক্ষী-প্রমাণ', আদালতে বিস্ফোরক অভিযোগ সিবিআই-এর!
যা যা থাকছে এই স্মার্ট স্কুলে---
★কলকাতা পুরসভার প্রথম স্মার্ট স্কুল।
★সিএসআর ফান্ডে আরো ১০ থেকে ১২ টি স্মার্ট স্কুল তৈরির পরিকল্পনা।
★প্রাথমিক স্কুলে ই লার্নিং ক্লাস রুম।
★পড়ুয়াদের জন্য প্লে জোন।
★প্রাইমারি স্কুলেও লাইব্রেরি।
★ ক্লাসরুম সহ স্কুলের দেওয়াল জুড়ে নানানচিত্র।
★শীতল পানীয় জলের মেশিন।
★নিরাপত্তার নজরদারিতে সিসিটিভি।
ঝা চকচকে পরিকাঠামোই শুধু নয় ছাত্র-ছাত্রীদের জন্য থাকছে একটি গ্রন্থাগার। আর পড়ুয়াদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে পরিশুদ্ধ শীতল পানীয় জলের ব্যবস্থা থাকছে স্কুলে।