TRENDING:

Bowbazar: বাতাসে শুধু কান্না আর হাহাকার! কারও ঠিকানা বদল, কেউ ভিটে আঁকড়ে পড়ে আছেন, বউবাজারে দুঃস্বপ্নের প্রহরগোনা

Last Updated:

Bowbazar: সারানো হয়েছিল, রং করা হয়েছিল- তারপরেও ফিরে এসেছে ফাটল৷ মানুষ একবার,দুবার ভয় পেতে পারে, কিন্তু এ ভয় তো প্রতিদিনের৷ প্রতি রাতে বাড়ি কাঁপতে থাকে৷ এ কি মৃত্যুর কড়া নাড়া?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রাচীরের গায়ে ফুটে থাকা সেই নামগোত্রহীন ফুলগুলির মতোই অসহায় তাঁরা৷ তাঁদের বেঁচে থাকাকে আক্ষরিক অর্থে বেঁচে থাকা বোধহয় আর বলা যায় না৷ বরং সবটাই শুধু টিকে থাকা৷ সেখানেও অনিশ্চয়তা৷ যে কোনও সময়ে শেষ হয়ে যেতে পারে সবকিছু৷ আড়াই বছর পর ভয়াবহ স্মৃতি ফিরে এল বউবাজারে৷ যে স্মৃতি উসকে দিল শুধুই প্রাণভয়৷
advertisement

আরও পড়ুন: ফের কী হল অনুব্রত মণ্ডলের! রাতেই শোরগোল, তৃণমূল নেতাকে আনা হল কলকাতায়

২০১৯ সালের ৩১ অগস্ট৷ বউবাজারের বি বি গাঙ্গুলী স্ট্রিট, বউবাজার স্ট্রিট, দুর্গা পিতুরি লেন, স্যাঁকরা পাড়া লেনের বাসিন্দারা বাস্তুহারা   হয়েছিলেন। তলপি-তলপা গুটিয়ে পালিয়েছিলেন হোটেলের দিকে৷ মেট্রো রেলের কাজের জন্য একের পর এক বাড়িতে বিশাল ফাটল,বাড়ি হেলে পড়েছিল। ফিরে আসছে সেই দুঃস্বপ্নের দিনরাত্রি৷

advertisement

আরও পড়ুন: বাংলায় হবে আরও অনেক জেলা? জানিয়ে দিলেন মমতা! সমস্যা শুধু একটি বিষয়

মরতে তো একদিন হবেই৷ তবু অসময়ে যেতে কে বা চায়! বাঁচতে চান ওরাও৷ কিন্তু ঠিকানা বদলাতে বদলাতে নরকের দিকে পৌঁছে যাচ্ছেন তাঁরা৷ স্কুটির ফাঁকে গোটা সংসার! মায়ের শাড়ি, স্ত্রীয়ের প্রসাধন৷ কারও ঠিকানা ক্রিক রো-এর কিউ এন হোটেল৷ পরীক্ষা দিতে পারে নি কোনও এক শিশু৷ বইখাতা, জামাকাপড় রয়ে গিয়েছে পুরনো আস্তানায়৷ কেউ ডাক্তার দেখাতে গিয়েছিলেন৷ ফিরে এসে দেখেন বাড়িতে ফাটল৷ আক্ষরিক অর্থেই পায়ের তলার মাটি সরে গিয়েছিল তাঁদের৷ তাঁরা দিশেহারা৷ কোথায় যাবেন, কী করবেন, কী নিয়ে যাবেন, কী রেখে যাবেন- কিছু ভেবেই কুলকিনারা পাচ্ছেন না৷ রাস্তার মাঝে বসে হাতপাখা নাড়ছেন এক যুবক৷ বৃষ্টির মধ্যেই রাতভর খোলা আকাশের নীচে ছিলেন তাঁরা৷

advertisement

বলা হয়, বেশি ভয় পেতে পেতে একসময় ভয় সয়ে যায়৷ তেমনই অবস্থা হয়েছে পরিবারগুলোর৷  ৭২ বছরের এক বৃদ্ধা  নিজের মুখে জানিয়েছেন, এবার আর শ্বশুরবাড়ির ভিটে ছাড়বেন না। সারানো হয়েছিল, রং করা হয়েছিল- তারপরেও ফিরে এসেছে ফাটল৷ মানুষ একবার,দুবার ভয় পেতে পারে, কিন্তু এ ভয় তো প্রতিদিনের৷ প্রতি রাতে বাড়ি কাঁপতে থাকে৷ এ কি মৃত্যুর কড়া নাড়া?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

কেউ বলছেন, আমি বেরবো না। মরলে বাড়িতেই মরব।' কেউ কাজ থেকে ফিরে এসে দেখেছেন বাড়িতে ফাটল।  জিনিস তখনও সব ভিতরেই। শুধু প্রয়োজনীয় কিছু নথি নিয়ে বেরিয়ে এসেছেন৷ বাতাসে শুধুই হাহাকার৷  ভাঙা দেওয়ালের ফাঁকে ফাঁকে শুধুই কান্না, সব শেষ করে দিল। কোথায় যাব জানি না।' খুব ভালভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যাবে, কঠিনতম বাস্তব সেই লাইনটাই, মানুষ বড় সস্তা...

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Bowbazar: বাতাসে শুধু কান্না আর হাহাকার! কারও ঠিকানা বদল, কেউ ভিটে আঁকড়ে পড়ে আছেন, বউবাজারে দুঃস্বপ্নের প্রহরগোনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল