সীতারাম ইয়েচুরি বলেন, “তৃণমূল যদি আমাদের সঙ্গে ইন্ডিয়া জোটে এসে লড়াই করে, তাহলে আপত্তির কিছু নেই। বামপন্থী এবং তার সহযোগীরাই বিকল্প হয়ে উঠতে পারে। তৃণমূল কত দিন থাকবে বা না থাকবে, মানুষ তার জবাব দেবে। বিজেপির সঙ্গে সমঝোতা করলেও মানুষ তার জবাব দেবে।”
আরও পড়ুন, ‘মমতাদি-অভিষেক সব জানে, ৪ দিন অপেক্ষা করুন’, হাসপাতালের পথে বিস্ফোরক জ্যোতিপ্রিয়
advertisement
আরও পড়ুন, এখনই গ্রেফতার নয় গৌতম পালকে… পর্ষদ সভাপতিকে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট
রাজ্যে আসন ভাগাভাগির প্রশ্নে সীতারাম ইয়েচুরি বলেন, “ইন্ডিয়া জোটে আমরা আছি এবং কংগ্রেসও আছে। কেরলে আমাদেরে সঙ্গে কংগ্রেসের মূল ভোটের লড়াই হয়। কিন্তু এতে জোটে কোনও প্রভাব পড়ে না। তৃণমূলে সঙ্গে ইন্ডিয়া জোটে থাকলেও বাংলাতেও কোনও আসন সমঝোতা হবে না এই বিষয়ে।”
মহুয়া মৈত্রের এথিক্স কমিটির তলবের প্রসঙ্গে তিনি বলেন, “আমি দশ বছর এথিক্স কমিটির সদস্য ছিলাম। কখনোই এত দ্রুত বৈঠক হয়নি। তবে মহুয়া মৈত্রের বিষয়ে এত সক্রিয়তা। নিয়ম আছে। সেটা ফলো করা হোক। কমিটির কাজ নয় কাউকে হেনস্থা করা। আমি বলছি না এদিক আজ না করুক যেখানে দুর্নীতি অবশ্যই সেখানে পদক্ষেপ করুক, কিন্তু দুর্নীতির নামে হেনস্থা করা সেটাতেই আমাদের আপত্তি থাকবে। অভিযুক্তরা বিজেপিতে গেলেই সেই তদন্ত বন্ধ হয়ে যায়।”