কলকাতা: বিভিন্ন কাজে যারা দেশের বাইরে রয়েছেন, তাদের শুনানিতে ছাড় দিল নির্বাচন কমিশন। পড়াশোনা, চিকিৎসা, কাজের জন্য যারা দেশের বাইরে রয়েছেন, তাদের আসতে হবে না এসআইআর–এর শুনানিতে। তার বদলে তারা তাদের আত্মীয়দের মাধ্যমে ডকুমেন্টস পাঠিয়ে দেবেন। কী কারণে তারা দেশের বাইরে সেই নথিও দিতে হবে। জেলাশাসকদের নির্দেশিকা নির্বাচন কমিশনের।
advertisement
তাৎপর্যপূর্ণ ভাবে এই নির্দেশ এমন সময়ে জারি হয়েছে, যখন বিদেশে থাকা অর্মত্য সেনের হিয়ারিং এর নোটিস নিয়ে দেশ জুড়েই বিতর্ক চলছে। প্রসঙ্গত, খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরে ‘লজিক্যাল ডিস্ক্রিপেন্সি’ বা যুক্তিগ্রাহ্য অসঙ্গতি থাকায় ভোটারদের শুনানিতে ডাকা হচ্ছে।
তবে উচ্চশিক্ষা বা কর্মসূত্রে অন্য দেশে থাকা রাজ্যের বাসিন্দাদের সঠিক সময়ে শুনানিতে উপস্থিত হতে খুবই অসুবিধায় পড়তে হচ্ছে । সঠিক সময়ে শুনানিতে হাজিরা না দিলে ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে পারে বলে আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন জানিয়েছে, অনাবাসী ভোটাররা, যারা আসতে পারছেন না, তাঁদের অনুমোদিত নিকট আত্মীয় শুনানিতে হাজির হতে পারবেন। সেক্ষেত্রে ওই নিকট আত্মীয়ের সঙ্গে ভোটারের সম্পর্কের প্রমাণপত্র নিয়ে আসতে হবে। এর পাশাপাশি ভোটারের শুনানির জন্য কমিশন নির্দেশিত নথিও সেই নিকট আত্মীয় নিয়ে আসতে পারবেন।
