TRENDING:

এক সপ্তাহে দু'বার গ্রেফতার! সাকেত ইস্যুতে রাজ্যসভায় সুর চড়াল তৃণমূল

Last Updated:

দল যে সাকেতের পাশে রয়েছে, সেই বার্তা দিতে এদিন মোরবিতে সাকেতের সঙ্গে দেখা করতে যান তৃণমূল সাংসদ শান্তনু সেন৷ মোরবি পুলিশ সুপারের অফিসে গিয়ে দেখাও করেন তিনি। সূত্রের খবর, তাঁকে চূড়ান্ত হেনস্থা করা হচ্ছে বলে শান্তনুর কাছে অভিযোগ জানিয়েছেন সাকেত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এক সপ্তাহের মধ্যে দু'বার গ্রেফতার। জাতীয় মুখপাত্র সাকেত গোখলের গ্রেফতারি নিয়ে এবার রাজ্যসভাতেও সুর চড়াল তৃণমূল।
advertisement

জামিন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফের গ্রেফতার করা হয়েছে তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে। সাকেতের গ্রেফতারি নিয়ে নির্বাচন কমিশনের কাছেও নালিশ ঠুকতে চলেছে তৃণমূল। সূত্রের খবর, এ নিয়ে কথা বলার জন্য নির্বাচন কমিশনের কাছে সময় চেয়েছে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। আগামী ১২ ডিসেম্বর তৃণমূলের প্রতিনিধি দলকে সময় দিয়েছে নির্বাচন কমিশন।

advertisement

আরও পড়ুন: আজ ফের মুখোমুখি মোদি-মমতা! জি-২০ ভার্চুয়াল বৈঠকে দেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী

এরপরেও বিষয়টি নিয়ে চুপচাপ বসে থাকতে চাইছে না তৃণমূল। জাতীয় মুখপাত্রকে এইরকম বারবার গ্রেফতার করার ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ বলে তোপ দেগেছেন ঘাসফুলের প্রথমসারির নেতানেত্রীরা। এদিন, সাকেত ইস্যুটি রাজ্যসভায় উত্থাপন করেন সাংসদ জহর সরকার। জানান, যে ভাবে সাকেতকে জামিনের কয়েক ঘণ্টার মধ্যেই ফের গ্রেফতার করা হয়েছে তা কখনওই মেনে নেওয়া যায় না।

advertisement

দল যে সাকেতের পাশে রয়েছে, সেই বার্তা দিতে এদিন মোরবিতে সাকেতের সঙ্গে দেখা করতে যান তৃণমূল সাংসদ শান্তনু সেন৷ মোরবি পুলিশ সুপারের অফিসে গিয়ে দেখাও করেন তিনি। সূত্রের খবর, তাঁকে চূড়ান্ত হেনস্থা করা হচ্ছে বলে শান্তনুর কাছে অভিযোগ জানিয়েছেন সাকেত৷

আরও পড়ুন:থমকে গেল সব ট্রেন, বর্ধমান সহ গোটা অঞ্চলে সাত সকালেই বিপত্তি! কী এমন ঘটল?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

বিতর্কের সূত্রপাত সাকেতের একটি ট্যুইটকে নিয়ে। গত মঙ্গলবার সেই বিতর্কিত ট্যুইটের কারণেই তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করে গুজরাত পুলিশ। বৃহস্পতিবার তিনি জামিন পান। কিন্তু জামিন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফের তাঁকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিয়ে নিন্দায় সরব হয়েছেন তৃণমূল নেতৃত্ব।

বাংলা খবর/ খবর/কলকাতা/
এক সপ্তাহে দু'বার গ্রেফতার! সাকেত ইস্যুতে রাজ্যসভায় সুর চড়াল তৃণমূল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল