TRENDING:

মেয়ের ডাক্তারি পড়া নিয়ে মন্তব্য, সুকান্ত-শান্তনুর ট্যুইট তরজা গড়াল আদালতে

Last Updated:

ট্যুইটে সুকান্ত মজুমদার প্রশ্ন তুলেছিলেন, র‌্যাঙ্কের দিক থেকে পিছিয়ে থেকেও শান্তনু কন্যা কী ভাবে কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ার সুযোগ পেলেন? এর পরে সেই ট্যুইটের প্রেক্ষিতে সুকান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন শান্তনু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নিয়ম বহির্ভূত ভাবে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তনু সেনের মেয়ে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এহেন ট্যুইট ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। পাল্টা ট্যুইট করেছিলেন শান্তনুও। জানিয়েছিলেন, এই মন্তব্যের জন্য ক্ষমা না চাইলে সুকান্তর বিরুদ্ধে মানহানির মামলা করবেন তিনি। বুধবার আলিপুর আদালতে বিজেপি নেতা সুকান্ত মজুমদারের বিরুদ্ধে অবশেষে মানহানির মামলা করলেন শান্তনু সেন। আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে জামিন নিতে হবে বিজেপি নেতাকে।
advertisement

ট্যুইটে সুকান্ত মজুমদার প্রশ্ন তুলেছিলেন, র‌্যাঙ্কের দিক থেকে পিছিয়ে থেকেও শান্তনু কন্যা কী ভাবে কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ার সুযোগ পেলেন? এর পরে সেই ট্যুইটের প্রেক্ষিতে সুকান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন শান্তনু।

আরও পড়ুন: করোনা বিধি না মানলে বন্ধ ভারত জোড়ো যাত্রা! রাহুল গান্ধিকে চিঠি স্বাস্থ্য় মন্ত্রী মাণ্ডব্য়র

advertisement

এদিন সুকান্তর নাম না করে শান্তনু সেন বলেন, "বিচারব্যবস্থার প্রতি (আমার) পূর্ণ আস্থা আছে। নিজের কথা নিজে যে বদলায়, তাঁর কথাকে তাঁর দলের কেউ সমর্থন করেন না। তাই তাঁকে আজ ঢোক গিলতে হচ্ছে।"

এর পরেই বিজেপির অন্দরে অন্তর্কলহের অভিযোগ তুলে শান্তনুর তোপ, "কেন্দ্রীয় নেতৃত্ব দেখতে পাচ্ছে, কতগুলো গোষ্ঠী রয়েছে রাজ্য বিজেপিতে। তৃণমূল কংগ্রেস যেটা পড়ে অন্যরা পারে না। তৃণমূল কংগ্রেসের এক মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এলে তাকে সরিয়ে দিতে পারে বিজেপি পারে না।মমতা বন্দ্যোপাধ্যায়ের মত বুকের পাটা কারও নেই।"

advertisement

আরও পড়ুন: দিল্লিতে গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করলেন শুভেন্দু-সুকান্ত, আবাস যোজনার ১৭ দফা গাইডলাইন আজ প্রকাশ্যে আনবেন শুভেন্দু

অন্যদিকে, চিন-আমেরিকায় নতুন করে করোনার প্রকোপ দেখা দিয়েছে। এ দেশেও মিলেছে ওমিক্রনের B4.7 ভ্যারিয়্যান্ট। পরিস্থিতি বুঝে বুধের সকালেই গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। এ নিয়ে প্রশ্ন করা হলে চিকিৎসক সাংসদ শান্ত সেন বলেন, "আমরা চিন্তায় আছি। অপর্যাপ্ত ভ্যাকসিন ছিল। ভারত সরকার অতীতের ভুল থেকে শিক্ষা নিক। "

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
মেয়ের ডাক্তারি পড়া নিয়ে মন্তব্য, সুকান্ত-শান্তনুর ট্যুইট তরজা গড়াল আদালতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল