নবান্ন সূত্রের দাবি, শুক্রবার সকাল ৯ টা নাগাদ ইডির আধিকারিকদের উপরে হামলার খবর আসে রাজ্যের উচ্চপর্যায়ের আধিকারিকদের কাছে খবর আসে। যদিও তার আগেই খবর পাওয়া মাত্রই রাজ্য পুলিশ গিয়ে ইডি এর আধিকারিকদের উদ্ধার করে। রাজ্য পুলিশ খবর পাওয়ার ৩০ মিনিটের মধ্যে উদ্ধার অভিযানে নেমেছিল বলে দাবি নবান্ন সূত্রের।
advertisement
জানা গিয়েছে, ঘটনাস্থলে প্রথমে পৌঁছন এসডিপিও। তারপরে এসপি-কে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। বর্তমানে এডিজি সাউথ বেঙ্গলও ঘটনাস্থলে রয়েছেন। তিনি গোটা বিষয়টি মনিটর করছেন। রাজ্য পুলিশের কাছে খবর আসার পরে আর কোনও ঘটনা বা কোনও হামলার ঘটেনি বলে জানিয়েছে নবান্ন। ব্যারাকপুর থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মাথা ফাটল ২ ইডি আধিকারিকের! সন্দেশখালির ঘটনায় NIA তদন্ত দাবি, বিস্ফোরক শুভেন্দু
নবান্ন সূত্রের দাবি, ইডি আধিকারিকদের অভিযানের কথা জানতই না রাজ্য পুলিশ। ইডির আধিকারিকদের উপর হামলার ঘটনা ঘটার ৩০ মিনিটের মধ্যেই উদ্ধার অভিযান শুরু করা হয়। সাংবাদিকদের উপরে হামলার ঘটনার অভিযোগ হলে সেই মোতাবেকও পদক্ষেপ নেওয়া হবে বলে দাবি নবান্নের।