Ed raid Tmc Leader House: মাথা ফাটল ২ ইডি আধিকারিকের! সন্দেশখালির ঘটনায় NIA তদন্ত দাবি, বিস্ফোরক শুভেন্দু
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
এদিন সন্দেশখালির সরবেড়িয়ায় শাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকরা। জানা যায়, তৃণমূল নেতা সেই সময় বাড়ির ভেতরেই ছিলেন। একাধিকবার ডাকাডাকি করলেও কোনও সাড়া মেলেনি। সেই সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ির তালা ভাঙতে গেলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
দক্ষিণবঙ্গ: সকাল সকাল বেনজির ঘটনার সাক্ষী দক্ষিণ ২৪ পরগনার সন্দেশখালির সরবেড়িয়া৷ স্থানীয় তৃণমূলনেতা শাহজাহান শেখের বাড়িতে অভিযানে গিয়ে স্থানীয়দের বিপুল বিক্ষোভের মুখে পড়ল ইডি ও সিআরপিএফ জওয়ান৷ বিক্ষোভকারীদের হাতে রীতিমতো হেনস্থা হতে হয় ইডি আধিকারিকদের৷ মাথা ফাটে দু’জন ইডি আধিকারিকের৷ আহতও হন বেশ কয়েকজন৷ মারমুখী জনতার হাতে আক্রান্ত হন নিউজ ১৮ বাংলার সাংবাদিক এবং চিত্রগ্রাহক৷
গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে ঘটনার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র তদন্ত দাবি করেছেন বিজেপি নেতা৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরের হস্তক্ষেপের আর্জিও জানিয়েছেন তিনি। একইসঙ্গে নিজের X হ্যান্ডেলে রাজ্যপাল ও ইডি ও সিআরপিএফ-এর শীর্ষ প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করেছেন শুভেন্দু।
advertisement
Horrific. The Law & Order Situation in West Bengal is in shambles.
ED Officials & CRPF Jawans brutally attacked in Sandeshkhali; North 24 Parganas district, while conducting Raid at TMC leader Sheikh Shahjahan’s house.
I doubt that Rohingyas are present amongst the Anti National… pic.twitter.com/XHboQsBVSX— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 5, 2024
advertisement
advertisement
আরও পড়ুন: হঠাৎ ক্ষমা চাইলেন মনোরঞ্জন ব্যাপারী! বিতর্কের মাঝেই ফের বিরাট পোস্ট, কী লিখলেন সোশ্যাল মিডিয়ায়…
এদিন সন্দেশখালির সরবেড়িয়ায় শাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকরা। জানা যায়, তৃণমূল নেতা সেই সময় বাড়ির ভেতরেই ছিলেন। একাধিকবার ডাকাডাকি করলেও কোনও সাড়া মেলেনি। সেই সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ির তালা ভাঙতে গেলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
advertisement
মুহূর্তেই প্রচুর গ্রামবাসী এসে উপস্থিত হন। তাঁরা প্রশ্ন তোলেন, ‘কেন আগে থেকে জানিয়ে আসে না ইডি?’ এমনকী সরিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়াদের। শুধু তাই নয়, ভাঙচুর করা হয় ইডি-র গাড়ি। সূত্রের খবর, এরপর ইডি আধিকারিকরা ঘটনাস্থল ছাড়েন এবং লঞ্চ নিয়ে সেখান থেকে বার হন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, রেশন দুর্নীতি মামলার জন্য এই তৃণমূল নেতাদের বাড়িতে তল্লাশি চালানোর পরিকল্পনা করা হয়।
advertisement
বেশ কয়েকটি রাস্তা কাঠের গুঁড়ি দিয়ে অবরোধ করা হয়। টায়ারে আগুন ধরিয়ে প্রতিবাদ করতেও দেখা যায় স্থানীয়দের একাংশকে। সংবাদমাধ্যমের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এই প্রথম কোনও অভিযানে গিয়ে এত বড় বিক্ষোভের মুখে পড়ল ইডি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
West Bengal
First Published :
January 05, 2024 12:30 PM IST